Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যালয়ের শিক্ষকতায় অবসর উপলক্ষে ছাত্র ছাত্রীদের তিথি ভোজন করালেন শিক্ষক


 

বিদ্যালয়ের শিক্ষকতায় অবসর উপলক্ষে ছাত্র ছাত্রীদের তিথি ভোজন করালেন শিক্ষক




Atanu Hazra 
Sangbad Prabhati, 19 November 2024

অতনু হাজরা, জামালপুর : সদ্য নিজের কর্ম জীবন থেকে অবসর নিয়েছেন গোপালপুর মুক্তকেশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জী। বিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর মঙ্গলবার তিনি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের তিথি ভোজন করালেন। মেনুতে ছিল ভাত, ডাল, পোস্ত, চিকেন, চাটনি ও রসগোল্লা।

 পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্র ছাত্রীরা আজ এই তিথি ভোজনে অংশগ্রহণ করেন। দেবব্রত বাবু বলেন যে স্কুলে তিনি জীবনের দীর্ঘ সময় কাটালেন বিদায় বেলায় তাঁর পুত্র কন্যা সম ছাত্র ছাত্রীদের সামান্য খাবারের ব্যবস্থা করেছেন মাত্র। এতে তাঁর খুবই ভালো লাগছে। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ সুমন্ত ঘোষ বলেন দেবব্রত বাবু এমনিতেই তাঁদের অভিভাবকের মত ছিলেন। আজ তাঁর এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য। ব্লকের বিডিও পার্থ সারথী দে বলেন, দেবব্রত বাবুর এই কাজ অনেক শিক্ষককেই অনুপ্রাণিত করবে। তিনি ব্যক্তিগত ভাবে তাঁর এই কাজে খুব খুশী। তিনি তাঁকে ধন্যবাদ জানান।