Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্য সাবজুনিয়র ক্যারাটে সহ প্রথম দলীয়-কুমিতে ও ভেটারেন্স প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের ৮ টি পদক


 

রাজ্য সাবজুনিয়র ক্যারাটে সহ প্রথম দলীয়-কুমিতে ও ভেটারেন্স প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের ৮ টি পদক




Sangbad Prabhati, 18 November 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে ২৬তম পশ্চিমবঙ্গ রাজ্য সাবজুনিয়র ক্যারাটে সহ প্রথম দলীয়-কুমিতে ও ভেটারেন্স প্রতিযোগিতা কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গত ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।  

বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১১ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ৮টি পদক (৪টি রূপো ও ৪টি ব্রোঞ্জ) জয়লাভ করে। 

পৌলমি মজুমদার - ব্রোঞ্জ - ৭ বছর -২০ কেজি মহিলা কুমিতে। অয়নতিকা সাহা - রৌপ্য - ৯ বছর +৩৫ কেজি মহিলা কুমিতে। সাকিব আঞ্জুম সেখ - রৌপ্য - ৯ বছর -৩৫ কেজি পুরুষ কুমিতে। আয়ুষ পোদ্দার - রৌপ্য - ১১ বছর -৩০ কেজি পুরুষ কুমিতে। আয়েশা নুসরাত - রৌপ্য - ১১ বছর -৪৫ কেজি মহিলা কুমিতে। লগ্নজিতা খাঁ - ব্রোঞ্জ - ১১ বছর -৪৫ কেজি মহিলা কুমিতে। মেঘা পাল - ব্রোঞ্জ - ১২ বছর -৪৭ কেজি মহিলা কুমিতে। মেঘনা রায় - ব্রোঞ্জ - ১২ বছর -৫২ কেজি মহিলা কুমিতে। 

এই রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় বিচারক হিসেবে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার রেনসি দেবাশিস কুমার মণ্ডল, যিনি এশিয়ান ক্যারাটে ফেডেরেশনের বিচারক। 

দেবাশিসবাবু জানান, "এই রাজ্য ক্যারাটে প্রতিযোগিতাটি ছিল অফিসিয়াল যা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন দ্বারা অনুমোদিত। রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার খুদেদের এই সাফল্যে সকলে খুব খুশি ও গর্বিত"।