নানা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থার শিশু দিবস উদযাপন
Sangbad Prabhati, 14 November 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ ১৪ নভেম্বর স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন। ভারতে এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে সামনে রেখে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিশুদের ও স্টেশন প্রাঙ্গণের পথ শিশুদের নিয়ে দিনটি খুব সুন্দর ভাবে উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় একশ শিশু উপস্থিত ছিল।
ওদের নিয়েই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কেউ গান, কেউ কবিতা আবৃত্তি, কেউ বক্তব্য রাখে। শিশুদের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল, বিশিষ্ট শিক্ষক ও শিশুপ্রেমী অনির্বাণ কুন্ডু, মেহেদি বাগান কম্পিউটার সেন্টারের কর্ণধার মহম্মদ ইসরাফিল, শিক্ষক বাসুদেব বন্দ্যোপাধ্যায়, শিক্ষক ফজলুল হক, বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক সহ সংস্থার সদস্যরা ও পাঠশালার শিক্ষক শিক্ষিকাগণ। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার সভাপতি সেখ পিন্টু ও সেখ পাপ্পু। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার পাল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত শিশুদের হাতে টিফিন, চকলেট, বেলুন, খাতা, পেন ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তাপসবাবু বলেন, সব শিশুদের মুখের হাসিই আজকের অনুষ্ঠানের বড়ো প্রাপ্তি। উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে এই সুন্দর অনুষ্ঠান শেষ হয়।
অন্যদিকে শিশু দিবস উপলক্ষে মিলিত প্রয়াস বংপুর চাষীমানার ৫০ জন পিছিয়ে পড়া শিশুদের হাতে পড়াশোনা সামগ্রী এবং টিফিন তুলে দেয়।
সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পন্ডিত জহরলাল নেহেরু সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতার পর পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্য তাদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা বলেন এই অঞ্চলের চারজন স্কুলছুট ছাত্রকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনার জন্য অভিভাবকদের সাথে কথা বলা হয় এবং আগামী শিক্ষাবর্ষে তারা বিদ্যালয়ে ভর্তি হলে বিদ্যালয়ের ভর্তির খরচ সংস্থার পক্ষ থেকে বহন করা হবে বলে তিনি জানান।