Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

World Polio Day বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সচেতনতামূলক সাইক্লোথন আয়োজিত হলো বর্ধমানে


 

World Polio Day


বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সচেতনতামূলক সাইক্লোথন আয়োজিত হলো বর্ধমানে




Sangbad Prabhati, 24 October 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব পোলিও দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে, রোটারী ইন্টারন্যাশানালের অধিনস্ত ছয়টি ক্লাব ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় বর্ধমান পুলিশ লাইন থেকে বাদামতলা অরবিন্দ স্টেডিয়াম পর্যন্ত সাইক্লোথন আয়োজিত হল। 

বৃহস্পতিবার এই কর্মসূচির সূচনা করেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। তিনশতাধিক সাইকেল আরোহির যোগ দেওয়া এই র‍্যালীতে আয়োজকরা ছাড়াও সাইক্লোথনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের এনএসএস ও এনসিসি'র ছাত্রছাত্রীরা। এছাড়াও জেলা পুলিশের উইনার্স টিমের সদস্যারাও যোগ দিয়েছেন।

আয়োজকদের তরফে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সম্পাদক সন্দীপন সরকার জানান, "ভারতে পোলিও নির্মূল হলেও পাশ্ববর্তী দেশে বর্তমানে পোলিও আক্রান্ত রয়েছে, যার থেকে এখানে সংক্রমণের আশঙ্কা থাকে, তাই একশ শতাংশ পোলিও টিকাকরণের লক্ষ্যে এহেন সচেতনতামূলক সাইক্লোথন আয়োজিত হলো। অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু সচেতনতায় রায়বেশে নৃত্যের মাধ্যমে বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা রোটারিয়ান সমীর কুমার চৌধুরী, চিকিৎসক চন্দ্রজিৎ কুন্ডু, কবি ও সাহিত্যিক তথা রোটারিয়ান গোপাল দাস, সমাজকর্মী শীর্ষেন্দু সাধু, সুখমিন্দর সিং সহ অন্যান্যরা।