Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Sharad Samman গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শারদ সম্মান প্রদান



Sharad Samman 


গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শারদ সম্মান প্রদান 




Atanu Hazra 
Sangbad Prabhati, 11 October 2024

অতনু হাজরা, জৌগ্রাম : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জৌগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েত, শারদীয়া উৎসবের " শারদ সম্মান ২০২৪" সম্মানে সম্মানিত করলো , এলাকার তিনটি দুর্গা পূজা কমিটিকে। পঞ্চায়েতের পূজা পরিক্রমা কমিটির দ্বারা মনোনীত "সেরার সেরা প্রতিমা" বিভাগে টেঙ্গাবেড়িয়া সার্বজনীন সংঘ, মন্ডপ সজ্জায় জৌগ্ৰাম সার্বিক সংঘ, পরিবেশে জৌগ্ৰাম স্টেশন বাজার দুর্গাপূজা কমিটিকে সম্মানিত করা হলো। ঐ তিনটি মন্ডপে জৌগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা মন্ডল , উপ প্রধান‌ সাজাহান মন্ডল সহ গ্ৰাম পঞ্চায়েতের সমস্ত সদস্য/ সদস্যারা ও এলাকার বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত থেকে মনোনীত ক্লাবের কর্মকর্তাদের হাতে শারদ সম্মান তুলে দেন। 

শারদ সম্মানে সম্মানিত টেঙ্গাবেড়িয়া সর্বজনীন সংঘের সম্পাদক মধুসূদন দাস, পঞ্চায়েতের এই প্রয়াসের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন এই সম্মান আগামী দিনে আমাদের সংঘের সদস্যদের আরও উজ্জীবিত করবে। গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান সাজাহান মন্ডল বলেন, আমাদের গ্ৰাম পঞ্চায়েত এলাকায় ২৬ টি বারোয়ারী পুজো কমিটি দুর্গোৎসব আয়োজন করেছে। তারমধ্যে তিনটি বিভাগে তিনটি কমিটিকে সম্মানিত করে, আমাদের গ্ৰাম পঞ্চায়েত সম্মানিত হলো, আমরা নিজেদেরকে সম্মানিত করলাম।‌ আগামীদিনে এর পরিধি বাড়ানোর আশা রাখছি।