Online Class
পুজোর ছুটিতেও অনলাইন ক্লাসের আয়োজনে তেজগঞ্জ হাইস্কুল
Sangbad Prabhati, 29 October 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাঙ্খিতমানে পৌঁছে দেবার জন্য পুজোর ছুটিতে অনলাইন ক্লাসের আয়োজন করে তেজগঞ্জ হাইস্কুল। এই হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তীর উদ্যোগে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক এবং শিক্ষিকা মহানন্দে এগিয়ে এসে ছাত্রদের সাথে পঠন-পাঠনে সক্রিয় অংশগ্রহণ করেন। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জানা গেছে, এই ক্লাসে উপস্থিতি হার ছিল বেশ সন্তোষজনক। পূজাকালীন অবকাশে ছাত্রছাত্রীরা ঘরে বসেই তাদের প্ৰিয় শিক্ষক শিক্ষিকাদের কাছে যেমন কোশ্চেন ব্যাঙ্কের বিভিন্ন মডেল প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তা যেমন শিখেছে, তেমনি পেয়েছে পরীক্ষায় ভালো নম্বর তোলার গুরুত্বপূর্ণ টিপস।
শিক্ষক মহাশয়দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, বিদ্যালয়ের প্রেসিডেন্ট নিতাই চন্দ্র কাইতি সহ অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী জানান, পূজাকালীন অবকাশে সংসদ থেকে একাদশ শ্রেণির ক্লাস করার নির্দেশ থাকলেও দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস করার কোন নির্দেশ ছিল না। কিন্তু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বার্থে আমরা এই অভিনব উদ্যোগ গ্রহণ করলাম। আশা করি এতে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে এবং আগামী পরীক্ষাগুলোতে আশানুরূপ রেজাল্ট করবে।