পূবসাম পত্রিকার উদ্যোগে কবিতা উৎসব
Sangbad Prabhati, 6 October 2024
অতনু হাজরা, মেমারি : পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের (পূবসাম) পত্রিকার পক্ষ থেকে মেমারি ১ পঞ্চায়েত সমিতির কনফারেন্স রুমে একটি কবিতা উৎসবের আয়োজন করা হয়। আজকের এই কবিতা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জী। সুদূর বাঁকুড়া ব্যারাকপুর, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ কবিরা এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে পূবসাম এর পক্ষ থেকে একটি পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
এই অনুষ্ঠান থেকেই গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও কবি বকুল বৈরাগী। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ডঃ চন্দ্রাবলি মুখোপাধ্যায়, কবি তীর্থঙ্কর সুমিত, কবি বনমালী নন্দী সহ অন্যান্যরা। পূবসামের সভাপতি শুভাশীষ মল্লিক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষক ও বাচিক শিল্পী সন্দীপ রায় (নীল) জানান রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮৫ থেকে ৯০ জন কবি ও বাচিক শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রত্যেক কবিকে একটি পত্রিকা, একটি স্মারক ও একটি শংসাপত্র দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে কবি ও বাচিক শিল্পী হিসাবে ডঃ অমিয় চক্রবর্তী, সব্যসাচী কোনার, সুদীপ্ত মন্ডল, আঞ্জুমনোয়ারা আনসারী, মৌসুমী ভান্ডারী, শুভাশীষ মিত্র, সুরমান আলী মল্লিক, শুভাশীষ হালদার, বাসুদেব বাগ, অতনু হাজরা সহ অনেকেই স্বরচিত কবিতা পাঠ করেন। এরই সঙ্গে ছিল গান ও শ্রুতি নাটক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরমান আলি মল্লিক।