Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দুর্গা পূজা উপলক্ষে ব্লকের পুজো কমিটি গুলোকে নিয়ে থানার বৈঠক এবং প্রতীকী চেক প্রদান


 

দুর্গা পূজা উপলক্ষে ব্লকের পুজো কমিটি গুলোকে নিয়ে থানার বৈঠক এবং প্রতীকী চেক প্রদান 




Atanu Hazra 
Sangbad Prabhati, 7 October 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ব্লকের পুজো কমিটি গুলো নিয়ে জামালপুর ব্লক অফিসে একটি বৈঠক করলো জামালপুর থানার পুলিশ। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, সি আই বিশ্বজিৎ মন্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং সহ অন্যান্যরা। 

মূলত পুজোর কদিন পুজো কমিটির কি কি কাজ সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। উপযুক্ত সংখ্যায় ভলেন্টিয়ার রাখার কথা বলা হয় যাতে ভিড় নিয়ন্ত্রণ সহজেই করা যায়। পাহারার ব্যবস্থা, ইলেকট্রিক লাইনের তার কোনোভাবেই যেনো খোলা না থাকে এবং পুজোর সময় খুব জোড়ে মোটর বাইক না চালানো এই সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠান থেকে চকদিঘি মিলন সংঘের হাতে প্রতীকী চেক দেওয়া হয়।