Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

শারদ উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী ও দুস্থদের নতুন পোষাক উপহার


 

শারদ উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী ও দুস্থদের নতুন পোষাক উপহার 




Atanu Hazra 
Sangbad Prabhati, 6 October 2024

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : দুর্গা পুজো উপলক্ষে জামালপুর ব্লকের জারোগ্রাম অঞ্চলের তিলকুড়ি গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক জাগরণ ঐক্য আজ প্রায় শতাধিক দুঃস্থ মানুষকে নতুন বস্ত্র উপহার দেয়। এছাড়াও সংস্থার সান্ধ্যকালীন পাঠশালায় পাঠরত ৪৫ জন ছাত্র ছাত্রী সহ এলাকার আরও কিছু দুঃস্থ শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ, সভাপতি তাপস কুমার দাস, সহ সম্পাদক পীযূষ দাস সহ সংস্থার সদস্যরা। সম্পাদক ও সভাপতি বলেন এই পুজোর সময় কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তাঁরা খুব খুশী।

অন্যদিকে আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে বর্ধমানের নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠাশালা"-র উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্রবিতরণ, পাঠশালার বার্ষিক পত্রিকা "স্রোতস্বিনী"-র শুভ উদ্বোধন এবং "পুষ্টির দিশা" কর্মসূচি পালিত হয়। 

অনুষ্ঠানে পাঠশালার ৫০ জন পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পরিধেয় পোশাক উপহার হিসেবে তুলে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে কলা, কমলালেবু, খেজুর, লাড্ডু ইত্যাদি বিতরণের মাধ্যমে "পুষ্টির দিশা" কর্মসূচি পালিত হয় ও সেইসঙ্গে পাঠশালার তৃতীয় বার্ষিক শারদীয়া পত্রিকা "স্রোতস্বিনী"-র শুভ উদ্বোধন হয়। 

পত্রিকাটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি ও সুরকার শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার পক্ষ থেকে কালিশঙ্কর বিশ্বাস, কামরুজ্জামান চৌধুরী, তপন পাল, স্বরাজ কুমার পাল, মোশারফ হোসেন, সৌরভ পাঁজা, মিন্টু পান্ডে এবং সন্দীপ পাঠক। অনুষ্ঠানে পাঠশালার শিশুরা কবিতা আবৃত্তির পাশাপাশি আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে বলে জানান "আমার পাঠশালা"-র সম্পাদক সন্দীপ পাঠক।