গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে রক্তদান
Sangbad Prabhati, 30 October 2024
সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলা পুলিশের মেমারি থানার সহযোগিতায় গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে আয়োজিত হয় একটি রক্তদান শিবির। কলকাতার চাণক্য ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেছেন বলে জানান মেমারি থানার মেজবাবু বিশ্বনাথ ঘোষ। বুধবারের শিবিরে প্রায় ২০০ জন রক্তদান করেন। শ্যামা পুজোর আগে এই রক্তদানে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তেহট্টের জনার্দন ঘোষ। যিনি ৭৪ বছর বয়সে ১৭২ বার রক্ত দেওয়ার রেকর্ড করেছেন। বর্তমানে বয়স জনিত কারণে তিনি রক্ত দিতে না পারলেও নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার চেষ্টা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ফাত্তার কয়াল, ফারুক আব্দুল্লাহ, মুকেশ শর্মা, জিতেন্দ্র সিং প্রমুখ। গ্রাম রক্ষী বাহিনীর সহ-সভাপতি রামকৃষ্ণ বোস জানান, এদিনের শিবিরে গ্রামরক্ষী বাহিনীর সদস্য থেকে সিভিক ভলান্টিয়ার সহ পুলিশ কর্মীরা উৎসাহের সঙ্গে রক্ত দিয়েছেন। এক ই সঙ্গে তাদের দায়িত্বও যথাযথ পালন করেছেন।