Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাকৃতিক দুর্যোগেও যুব তৃণমূলের বিজয়া সম্মেলনে উপচে পড়া ভিড়


 

প্রাকৃতিক দুর্যোগেও যুব তৃণমূলের বিজয়া সম্মেলনে উপচে পড়া ভিড় 




Sangbad Prabhati, 25 October 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা ভিত্তিক বিজয়া সম্মেলন আয়োজিত হলো কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম উর্বশী প্রেক্ষাগৃহে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুক্রবার বিকেলের এই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় হয়।

 এদিনের এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, আইএনটিটিইউসি'র পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু, তৃণমূল কংগ্রেসের পূর্বস্থলী ১ ব্লকের সভাপতি রাজকুমার পান্ডে, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। 

বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের এই বিজয়া সম্মেলনিতে মানুষের উপস্থিতিতে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী সাংসদ সকলেই। পাশাপাশি আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের দরবারে তুলে ধরার জন্য আহ্বান জানান তারা।