Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

প্রাকৃতিক দুর্যোগেও যুব তৃণমূলের বিজয়া সম্মেলনে উপচে পড়া ভিড়


 

প্রাকৃতিক দুর্যোগেও যুব তৃণমূলের বিজয়া সম্মেলনে উপচে পড়া ভিড় 




Sangbad Prabhati, 25 October 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা ভিত্তিক বিজয়া সম্মেলন আয়োজিত হলো কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম উর্বশী প্রেক্ষাগৃহে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুক্রবার বিকেলের এই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় হয়।

 এদিনের এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, আইএনটিটিইউসি'র পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু, তৃণমূল কংগ্রেসের পূর্বস্থলী ১ ব্লকের সভাপতি রাজকুমার পান্ডে, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। 

বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের এই বিজয়া সম্মেলনিতে মানুষের উপস্থিতিতে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী সাংসদ সকলেই। পাশাপাশি আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের দরবারে তুলে ধরার জন্য আহ্বান জানান তারা।