Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিষিদ্ধ ক্যারিব্যাগ অভিযানে কালনার বাজারে পুলিশের দুর্নীতি দমন শাখা


 

নিষিদ্ধ ক্যারিব্যাগ অভিযানে কালনার বাজারে পুলিশের দুর্নীতি দমন শাখা




Sangbad Prabhati, 23 October 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুলিশের দুর্নীতি দমন শাখা নিষিদ্ধ ক্যারিব্যাগ নিয়ে অভিযান চালালো। পূর্ব বর্ধমান জেলার কালনা চকবাজার এলাকায় চলে এই বিশেষ অভিযান। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কালনা পৌরসভা ও কালনা থানা পুলিশের আধিকারিকরা সম্মিলিত ভাবে অভিযান চালায়। বুধবার দুপুরে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকদের সাথে পৌরসভার বিভিন্ন আধিকারিক ও দুই কাউন্সিলর এর উপস্থিতিতে কালনা চকবাজার এলাকায় চলে অভিযান। অভিযানে নিষিদ্ধ ক্যারি ব্যাগ উদ্ধারের পাশাপাশি তিনজনকে ৫০০ টাকা করে ফাইন করা হয়। এ প্রসঙ্গে কালনা পৌরসভার কনজারভেনন্সি বিভাগের চেয়ারম্যান তথা কাউন্সিলর অনিল বসু বলেন, আমরা পৌরসভা পক্ষ থেকে মাঝে মাঝেই এখানে এসে ব্যবসীদের সতর্ক করি। আগামী দিনেও চলবে এই রকম অভিযান।