নিষিদ্ধ ক্যারিব্যাগ অভিযানে কালনার বাজারে পুলিশের দুর্নীতি দমন শাখা
Sangbad Prabhati, 23 October 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুলিশের দুর্নীতি দমন শাখা নিষিদ্ধ ক্যারিব্যাগ নিয়ে অভিযান চালালো। পূর্ব বর্ধমান জেলার কালনা চকবাজার এলাকায় চলে এই বিশেষ অভিযান। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কালনা পৌরসভা ও কালনা থানা পুলিশের আধিকারিকরা সম্মিলিত ভাবে অভিযান চালায়। বুধবার দুপুরে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকদের সাথে পৌরসভার বিভিন্ন আধিকারিক ও দুই কাউন্সিলর এর উপস্থিতিতে কালনা চকবাজার এলাকায় চলে অভিযান। অভিযানে নিষিদ্ধ ক্যারি ব্যাগ উদ্ধারের পাশাপাশি তিনজনকে ৫০০ টাকা করে ফাইন করা হয়। এ প্রসঙ্গে কালনা পৌরসভার কনজারভেনন্সি বিভাগের চেয়ারম্যান তথা কাউন্সিলর অনিল বসু বলেন, আমরা পৌরসভা পক্ষ থেকে মাঝে মাঝেই এখানে এসে ব্যবসীদের সতর্ক করি। আগামী দিনেও চলবে এই রকম অভিযান।