মুখ্যমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে পূর্ব বর্ধমানে ১৪ টি দুর্গা পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন
Sangbad Prabhati, 4 October 2024
অতনু হাজরা, পূর্ব বর্ধমান : আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার ১৪ টি পূজামণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করলেন। উল্লেখ্য প্রথম পর্যায়ে ২ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পূর্ব বর্ধমান জেলার ১৬ টি দুর্গা পুজোর উদ্বোধন করেছিলেন। আজ আরও ১৪ টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এরমধ্যে জামালপুরের হালারা বিপত্তরিণী ক্লাবের পুজোও উদ্বোধন করেন। সেই উপলক্ষ্যে পূজামণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান সহ ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। ক্লাবের নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়েন সদস্যরা।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালনার কাঁসাড়িপাড়া সার্বজনীন দূর্গোৎসব ও কালনা পূরাতন বাস স্ট্যান্ড ব্যাবসায়ী সমিতি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন। কালনার কাঁসাড়িপাড়া সার্বজনীন দূর্গোৎসব উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ প্রশাসনিক আধিকিরিকরা সহ এলাকার বিশিষ্টজন।
এছাড়াও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর বর্ধমানের নেচেরাল সিটি পূজা কমিটির পুজো, তেলি পুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো, বড়শুল মোড়ে শক্তিগড় সার্বজনীন দূর্গা পূজা, বর্ধমানে গোলাহাট প্রগতি সংঘের পুজো, জোড়ামন্দির সার্বজনীন দূর্গা পুজো, কাঞ্চননগর উদয়পল্লী সুভাষ সংঘের পুজো, খন্ডঘোষের মেটেডাঙ্গা সার্বজনীন দূর্গা পুজো, মেমারি ১ ব্লকের সাহানুই ভট্টাচার্য পাড়া দুর্গা পুজো কমিটি, রায়না ২ ব্লকে আলমপুর মাধবডিহী সার্বজনীন পুজো, মঙ্গলকোট ব্লকে মজলিস দিঘীর পাড় অগ্রদূত সংঘ দুর্গা পুজা এবং লাখুরিয়া আনন্দ সংঘের দুর্গা পুজো। সব পুজোর উদ্বোধনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা এবং এলাকার মানুষজন উপস্থিত ছিলেন।