Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সাবডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস জামালপুরে


 

সাবডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস জামালপুরে




Atanu Hazra 
Sangbad Prabhati, 4 October 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ তরুণ সংঘের মাঠে সাব ডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এ্যাথলেটিক মিট - ২০২৪ অনুষ্ঠিত হলো। আজকের এই স্পোর্টসে ৬টি ব্লকের ৩৯৪ জন প্রতিযোগী অংশ নেয়। মোট ৭০ টি ইভেন্ট অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। 

আজকের এই খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর সাব ডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের সহ সভাপতি তথা সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুন কুমার মন্ডল, সম্পাদক সুরজিৎ চ্যাটার্জী, জোনাল সম্পাদক সুজিত ধারা সহ অন্যান্যরা। 

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে মেডেল ও সংসাপত্র দেওয়া হয়। আজকের এই প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করার জন্য বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা এবং বেশ কিছু পড়ুয়াদের ভূমিকা ছিল প্রশংসনীয়।