Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসন্ন দুর্গা পুজোয় প্রীতি উপহার দিলেন ব্লক সভাপতি


 

আসন্ন দুর্গা পুজোয় প্রীতি উপহার দিলেন ব্লক সভাপতি




Atanu Hazra 
Sangbad Prabhati, 3 October 2024

অতনু হাজরা, জামালপুর : সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। আর সেই উপলক্ষেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি মেহেমুদ খান সমস্ত অঞ্চলের প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য, অঞ্চল সভাপতি, শাখা সংগঠনের সভাপতিদের হাতে প্রীতি উপহার হিসাবে মহিলাদের শাড়ি ও পুরুষদের পাঞ্জাবী তুলে দেন। 

এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো এই দুর্গা পূজা। আর তাঁরা সকলেই একটি পরিবারের মত তাই সকলে যাতে আনন্দের সঙ্গে পুজো কাটায় সেই জন্যই এই সামান্য প্রীতি উপহার তুলে দেওয়া হলো। ধর্ম যার যার উৎসব সবার। তাই সকলে পুজো আনন্দে কাটাক এই তিনি চান বলে জানান। 

অপরদিকে আজ ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে বিধায়কের পক্ষ থেকে পুজো উপহার হিসাবে ১৩ টি অঞ্চলের অঞ্চল সভাপতিদের হাতে প্রায় ২০০০ হাজার শাড়ি, পাজামা পাঞ্জাবী তুলে দেওয়া হয়। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত মানুষদের জন্য বিধায়কদের হাত দিয়ে পুজোর এই উপহার পাঠাচ্ছেন। তাঁর বিধানসভার জন্য মুখ্যমন্ত্রী ২০০০ হাজার নতুন বস্ত্র দিয়েছেন সাধারণ মানুষদের দেওয়ার জন্য। পুজোতে সকলে আনন্দে থাকুন।