শুঁড়ে কালনায় শ্রী রামকৃষ্ণ মাতৃ মন্দিরের বিজয়া সম্মেলন
Sangbad Prabhati, 29 October 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের শুঁড়ে কালনায় শুঁড়ে কালনা শ্রী রামকৃষ্ণ মাতৃ মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুরাপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক পূজ্যপাদ স্বামী নিরন্ত্ররানন্দজী মহারাজ, পুতুন্ডা রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী কেবলানন্দজী মহারাজ, পারাতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম এর পক্ষ থেকে পীযূষ কান্তি ঘোষ, সংস্থার সম্পাদক সত্যজিৎ দাস, সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ সহ অন্যান্য গুণীজনেরা। সোমবারের এই বিজয়া সম্মিলনী তে মুখ্যত ভগবত কথা আলোচনার সাথে ঠাকুর, মা ও স্বামীজির বিভিন্ন কথা বা সৎসঙ্গ করা হয়। তারই সাথে নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।
এই ভগবত আলোচনা শুনতে এলাকার প্রচুর মানুষ সেখানে একত্রিত হন। উপস্থিত মহারাজরা শ্রোতৃমন্ডলীকে ঠাকুর, মা ও স্বামীজির আদর্শ সমাজে ছড়িয়ে দেবার আহ্বান জানান।