Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে বিপুল সমাগম


 

মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে বিপুল সমাগম




Sk Samsuddin 
Sangbad Prabhati, 26 October 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাটপুকুর শিবশক্তি কোল্ড স্টোরেজে বিজয়া সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, রাজ্য কমিটির সদস্য তন্ময় ঘোষ, রাজ্য এসটি সেলের সভাপতি দেবু টুডু, বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ ডাঃ শর্মিলা সরকার, টিএমসিপি'র জেলা সভাপতি স্বরাজ রায়, জেলা মহিলা সভানেত্রী শিখা সেনগুপ্ত, জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, মেন্টর মহঃ ইসমাইল, জেলা নেতৃত্ব উত্তম সেনগুপ্ত, বাগবুল ইসলাম, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলররা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ কর্মাধ্যক্ষরা, ব্লক তৃণমূলের শাখা সংগঠনের সভাপতিগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

এদিনের সভায় জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন নিমো ২ অঞ্চলের কিছু মানুষ। এদিনের সভায় প্রচুর মানুষের সমাগম দেখে রাজ্য থেকে জেলা সকল নেতৃত্ব ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর ভূয়সী প্রশংসা করেন। সকল নেতৃত্ব ২০২৬ বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে কাজ করার বার্তা দেন। এছাড়াও বিজয়ার সম্মেলনের উদ্দেশ্য সম্প্রীতির মেলবন্ধন ও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে একত্রিত হয়ে কাজ করার কথা স্মরণ করিয়ে রাজ্য নেতৃত্ব বার্তা দেন। 

একই সঙ্গে রাজ্যে বিরোধী কমিউনিস্ট ও বিজেপি দলের বিরুদ্ধে কড়া সমালোচনায় সরব হন সকল নেতৃত্ব। এই সভায় উল্লেখযোগ্য অনুপস্থিতি নজর কাড়ে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য'র। যদিও এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল বক্তব্যে ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর নাম ব্লক যুব সভাপতি হিসেবে তৎকালীন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য্যের সুপারিশের কথা তুলে ধরেন এবং তিনি যোগ্য ব্যক্তির নামই সুপারিশ করেছিলেন, যার ফলস্বরূপ এতো মানুষকে নিয়ে কাজ করার যোগ্যতার প্রমাণ আজ সকলের সামনে, যা প্রশংসনীয়।