Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসন্ন কালী পুজো ও ছট পুজো উপলক্ষে পুলিশ প্রশাসনের বিশেষ বৈঠক




 

আসন্ন কালী পুজো ও ছট পুজো উপলক্ষে পুলিশ প্রশাসনের বিশেষ বৈঠক 




Sangbad Prabhati, 25 October 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন কালী পুজো ও ছট পুজো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ বৈঠক করলো পুলিশ প্রশাসন। কালী পুজো ও ছট পুজো কমিটিগুলোকে নিয়ে বিশেষ সমন্বয়মূলক বৈঠক বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার গেস্ট হাউস পান্থশালার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, বর্ধমান সদর থানার আইসি দিব্যেন্দু দাস,বিডিএ''র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং কালী পুজো, ছট পুজো কমিটিগুলির সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর তথা যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহরায়, টিএমসিপি'র জেলা সভাপতি তথা সাংসদ প্রতিনিধি স্বরাজ ঘোষ, কাউন্সিলর ডাঃ ইন্তেখাব আলম সহ অন্যান্য বিশিষ্টজন।

বৈঠকে পুজোর আবেদনের জন্য অন লাইন সুবিধার কথা জানানো হয়। পুলিশ প্রশাসনের তরফে পুজো কমিটিদের সব রকমের সাহায্য-র আশ্বাস দেওয়া হয় বৈঠক থেকে। এদিন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল জানান, কালীপুজোর অনলাইন পারমিশন নেওয়ার ব্যাপার সহ সদরঘাটে অনুষ্ঠিত ছট পুজোয় কিভাবে মানুষ সহজেই ঢুকবে এবং বেরিয়ে আসবে তার সুবন্ধোবস্ত করা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখা, দামোদরের জল যেহেতু বেড়ে আছে নিরাপত্তার ব্যবস্থা সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও থাকবেন।