Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চকদিঘী গ্রাম পঞ্চায়েতের শারদ সম্মান প্রদান



চকদিঘী গ্রাম পঞ্চায়েতের শারদ সম্মান প্রদান




Atanu Hazra 
Sangbad Prabhati, 23 October 2014

অতনু হাজরা, চকদিঘী : জামালপুর ব্লকের চকদিঘী গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার তাদের পঞ্চায়েত এলাকার দুর্গোৎসবের বিভিন্ন পুজো কমিটিগুলোকে শারদ সম্মান দিলো। এই উপলক্ষে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, চকদিঘী পঞ্চায়েতের প্রধান অসীমা বাগ, উপ প্রধান পার্থ প্রতিম শিট, পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক আজাদ রহমান, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা সহ অন্যান্যরা। মূলত মণ্ডপ সজ্জা, প্রতিমা ও পরিবেশের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে সুন্দর ট্রফি পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। 


     মণ্ডপ সজ্জায় 

প্রথম চকদিঘী মিলন সংঘ

দ্বিতীয় সোনারগরিয়া তরুণ সংঘ

তৃতীয় উত্তর শুঁড়া সর্বজনীন দুর্গা পুজো


       প্রতিমা

প্রথম কুবাজপুর সর্বজনীন দুর্গাপুজো

দ্বিতীয় ধাপধারা তরুণ সংঘ

যুগ্ম ভাবে তৃতীয়। ১) ধাপধারা সর্বজনীন দুর্গাপুজো

২) ভৈরবপুর সর্বজনীন দুর্গাপুজো



   পরিবেশ

প্রথম রঙ্কিনি মহিলা বুড়োশিবতলা উন্নয়ন সমিতি

দ্বিতীয় দক্ষিণ শুঁরা তরুণ সংঘ

যুগ্ম ভাবে তৃতীয় ১) প্রাণবল্লভ পুর সর্বজনীন দুর্গা পুজো

২) সোনারগরিয়া অগ্রদূত সংঘ

এছাড়াও পঞ্চায়েত এলাকায় দুটি মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটিকেও পুরস্কৃত করা হয় সেগুলি হলো -১) বিষ্ণুবাটি মহিলা দুর্গাপূজা কমিটি

২) মনিরামবাটি মহিলা দুর্গাপূজা কমিটি।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খান পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যেগের প্রশংসা করেছেন। এর আগে জৌগ্রাম পঞ্চায়েত শারদ সম্মান দিয়েছে। সত্যি খুব ভালো ব্যাপার। আজাদ রহমান বলেন, তাঁরা এবছর প্রথম শুরু করলেন। এর পর থেকে প্রতিবছরই এই শারদ সম্মান দেওয়া হবে। পঞ্চায়েতের পক্ষ থেকে এই শারদ সম্মান পুজো কমিটিগুলোকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে।