Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে উপস্থিত দুই বর্ধমানের সভাপতি


 

ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে উপস্থিত দুই বর্ধমানের সভাপতি 




Atanu Hazra 
Sangbad Prabhati, 20 October 2024

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামালপুর হাটতলায় বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা বর্ষিয়ান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দলের পক্ষ থেকে রাজ্য প্রতিনিধি হিসেবে ছিলেন দলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা সহ সকল প্রধান, উপ প্রধান, অঞ্চল সভাপতিরা। তিন থেকে চার হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন এদিনের এই অনুষ্ঠানে। 

প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে প্রবীণ তৃণমূল কর্মীদের আজকের অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রনাথ বাবু এবং নরেন্দ্রনাথ বাবু সকলেই বর্তমানে সিপিএম ও বিজেপির রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজ দেবে না। 

আগামী বিধানসভা ভোটে আবার তৃণমূল কংগ্রেস কে জিতিয়ে চতুর্থ বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার কথা বলেন। আজকের এই মঞ্চে বিজেপির বুথ এজেন্টের নেতৃত্বে বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 

মেহেমুদ খান বলেন, দলীয় নির্দেশে আজ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন করা হয়। প্রবীণ কর্মীদের সম্মানিত করতে পেরে তিনি গর্ব অনুভব করছেন। নবীন ও প্রবীণ একসাথে লড়াই করে আগামী ২৬ এর বিধানসভায় জামালপুর থেকে তৃণমূল কংগ্রেসকে জয় লাভ করাতে হবে বলে আহ্বান জানান।