সাহিত্য পরিষদ এর উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
Sangbad Prabhati, 2 October 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিবস মর্যাদার সাথে পালিত হয় সংস্থার নিজস্ব ভবনে। বুধবার সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলে। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতি চারণা, গান ও কবিতার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে প্রাক্তন প্রধান মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও মহান স্বাধীনতা সংগ্রামী লৌহ মানব বল্লভ ভাই প্যাটেল এর জন্মদিন ও পালন করা হয়।
মহাত্মা গান্ধীর কর্ম জীবন নিয়ে সুন্দর বক্তব্য রেখে অনুষ্ঠান এর সূচনা করেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী। স্মৃতি চারণা করেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, নিতাই মুখার্জী, সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, নিখিল চক্রবর্তী, শিক্ষক মানব সরকার, কবি বরুন মজুমদার, সমাজসেবী সঞ্জয় মন্ডল।
সংগীতে অংশ নেন করবী মল্লিক, চন্দনা সরকার, স্বাতী ব্যানার্জী, পম্পা ঘোষ, মনোমালা সৎপতি, পম্পা ভট্টাচাৰ্য, স্মৃতিকণা রায়। কবিতা পাঠে অংশ নেন তাপস ভূষণ সেনগুপ্ত, সুধীর হাজরা, মিতা মন্ডল, নীতা আইচ। আজ মহালয়ার দিনে দেবীর আগমন উপলক্ষে সুন্দর আগমনী গান করে সকলকে মুগ্ধ করেন শিল্পীরা, অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী।