Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কোজাগরী পূর্ণিমায় কুলচন্ডা গ্রামের কোঁয়ার পরিবারে লক্ষ্মী-নারায়ণ যুগলে পুজিত হন


 

কোজাগরী পূর্ণিমায় কুলচন্ডা গ্রামের কোঁয়ার পরিবারে লক্ষ্মী-নারায়ণ যুগলে পুজিত হন




Sangbad Prabhati, 16 October 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা শুরু হয়েছে। সব মন্ডপে এবং বাড়িতে মা লক্ষ্মীর পূজা হবে। আজ সারা রাত এবং বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। কিন্তু পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুলচন্ডা গ্রামের কোঁয়ার পরিবারের যুগল মূর্তিতে দেখা যায় লক্ষ্মী নারায়ণের প্রতিমা। পরিবারের সদস্য গায়ত্রী দেবী জানান, বাংলার ১৩৬০ সালে বাড়ির তৎকালীন গৃহকর্তা ঁদেবদাস কোঁয়ার , তাঁর বড় কন্যা কমলা নন্দীর আবদারের জন্য প্রতিমা আনেন। প্রায় ৭২ বছর বয়স হলো প্রতিমা আনার। প্রথম দিকে শুধুমাত্র লক্ষী প্রতিমা আসতো। গৃহকর্ত্রী গায়ত্রী দেবী জানান, বড় ছেলে (রবীন্দ্রনাথের) ইংরাজীর ৭৭ সালে কঠিন রোগে আক্রান্ত হন, সেই সময় তিনি স্বপ্নাদেশ পান যে, যুগল মূর্তি পুজো পাঠ করতে হবে। সেইমতো সেই বছর থেকে যুগলে লক্ষ্মী-নারায়ণ পুজিত হয়ে আসছেন। পারিবারিক পুজো হলেও গ্রামের মানুষজন এই পুজো অনুষ্ঠানে সামিল হন। পুজোর ভোগ প্রসাদ অনেকেই গ্ৰহণ করেন।