Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোজাগরী পূর্ণিমায় কুলচন্ডা গ্রামের কোঁয়ার পরিবারে লক্ষ্মী-নারায়ণ যুগলে পুজিত হন


 

কোজাগরী পূর্ণিমায় কুলচন্ডা গ্রামের কোঁয়ার পরিবারে লক্ষ্মী-নারায়ণ যুগলে পুজিত হন




Sangbad Prabhati, 16 October 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা শুরু হয়েছে। সব মন্ডপে এবং বাড়িতে মা লক্ষ্মীর পূজা হবে। আজ সারা রাত এবং বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। কিন্তু পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুলচন্ডা গ্রামের কোঁয়ার পরিবারের যুগল মূর্তিতে দেখা যায় লক্ষ্মী নারায়ণের প্রতিমা। পরিবারের সদস্য গায়ত্রী দেবী জানান, বাংলার ১৩৬০ সালে বাড়ির তৎকালীন গৃহকর্তা ঁদেবদাস কোঁয়ার , তাঁর বড় কন্যা কমলা নন্দীর আবদারের জন্য প্রতিমা আনেন। প্রায় ৭২ বছর বয়স হলো প্রতিমা আনার। প্রথম দিকে শুধুমাত্র লক্ষী প্রতিমা আসতো। গৃহকর্ত্রী গায়ত্রী দেবী জানান, বড় ছেলে (রবীন্দ্রনাথের) ইংরাজীর ৭৭ সালে কঠিন রোগে আক্রান্ত হন, সেই সময় তিনি স্বপ্নাদেশ পান যে, যুগল মূর্তি পুজো পাঠ করতে হবে। সেইমতো সেই বছর থেকে যুগলে লক্ষ্মী-নারায়ণ পুজিত হয়ে আসছেন। পারিবারিক পুজো হলেও গ্রামের মানুষজন এই পুজো অনুষ্ঠানে সামিল হন। পুজোর ভোগ প্রসাদ অনেকেই গ্ৰহণ করেন।