Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দায়িত্ব নিয়েই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জেলা শাসক আয়েশা রাণী


 

দায়িত্ব নিয়েই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জেলা শাসক আয়েশা রাণী 




Atanu Hazra 
Sangbad Prabhati, 1 September 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন আই এ এস আয়েশা রাণী এ। দায়িত্ব নিয়েই তিনি বন্যা কবলিত জামালপুরের বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন। মঙ্গলবার তিনি যান জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায়। বন্যায় এই অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় দাস, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, গ্রাম পঞ্চায়েত প্রধান নূরজাহান বিবি, পঞ্চায়েত সমিতির সদস্য আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। 

এদিন সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানেন। বন্যার সময় তাঁরা সকলে ঠিকমত ত্রাণ পেয়েছেন কিনা তাও জানতে চান। তিনি তাঁদের হাতে ত্রিপল, শুকনো খাবার (চিঁড়ে,কেক,চকলেট) ও পোশাক যার মধ্যে ছিল শাড়ি, ধুতি, বাচ্চাদের

 পোশাক, পাজামা পাঞ্জাবী, লুঙ্গি তুলে দেন। জেলা শাসক জানান, বন্যায় জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লক জামালপুরের বর্তমান পরিস্থিতি নিজে এসে খতিয়ে দেখলেন। প্রয়োজনমত মানুষের হাতে ত্রিপল সহ শুকনো খাবার ও পোশাক তুলে দেন যাতে কোনো ভাবেই এই মানুষগুলোর কোনো অসুবিধা না হয়।