Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দায়িত্ব নিয়েই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জেলা শাসক আয়েশা রাণী


 

দায়িত্ব নিয়েই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জেলা শাসক আয়েশা রাণী 




Atanu Hazra 
Sangbad Prabhati, 1 September 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন আই এ এস আয়েশা রাণী এ। দায়িত্ব নিয়েই তিনি বন্যা কবলিত জামালপুরের বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন। মঙ্গলবার তিনি যান জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায়। বন্যায় এই অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় দাস, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, গ্রাম পঞ্চায়েত প্রধান নূরজাহান বিবি, পঞ্চায়েত সমিতির সদস্য আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। 

এদিন সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানেন। বন্যার সময় তাঁরা সকলে ঠিকমত ত্রাণ পেয়েছেন কিনা তাও জানতে চান। তিনি তাঁদের হাতে ত্রিপল, শুকনো খাবার (চিঁড়ে,কেক,চকলেট) ও পোশাক যার মধ্যে ছিল শাড়ি, ধুতি, বাচ্চাদের

 পোশাক, পাজামা পাঞ্জাবী, লুঙ্গি তুলে দেন। জেলা শাসক জানান, বন্যায় জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লক জামালপুরের বর্তমান পরিস্থিতি নিজে এসে খতিয়ে দেখলেন। প্রয়োজনমত মানুষের হাতে ত্রিপল সহ শুকনো খাবার ও পোশাক তুলে দেন যাতে কোনো ভাবেই এই মানুষগুলোর কোনো অসুবিধা না হয়।