Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bangla Moder Gorbo বর্ধমানে শুরু হয়েছে বাংলা মোদের গর্ব শীর্ষক মেলা, প্রদর্শনী , এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান


 

Bangla Moder Gorbo


বর্ধমানে শুরু হয়েছে বাংলা মোদের গর্ব শীর্ষক মেলা, প্রদর্শনী , এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান




Jayati Bhoumick 
Sangbad Prabhati, 20 October 2024

জয়তী ভৌমিক, বর্ধমান : বর্ধমান শহরের প্রাণকেন্দ্রের পাশেই মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে তিন দিন ব্যাপী শুরু হয়েছে বাংলা মোদের গর্ব শীর্ষক মেলা, প্রদর্শনী , এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশেষ আয়োজনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়শা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম তথ্য অধিকর্তা মুনমুন হোর সিনহা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, বিশ্বনাথ রায়, নিত্যানন্দ ব্যানার্জী, মাম্পি রুদ্র সর্বোপরি পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল।

বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে আয়োজিত বাংলা মোদের গর্ব মেলায় ২০ টির বেশী হস্তশিল্প ও বিভিন্ন সয়ম্ভর গোষ্ঠীর স্টল বসেছে। এছাড়া বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে। পশ্চিম বঙ্গ সরকার "উন্নয়নের পথে মানুষের সাথে" বিশেষ প্রদর্শনী স্টল করা হয়েছে। তিনদিন ধরে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও লোক প্রসার প্রকল্পের শিল্পীরা বাংলার সাংস্কৃতিকে তুলে ধরবেন মঞ্চে। থাকছে বাউল, আদিবাসী নৃত্য, রনপা, রাইবেশে, পুরুলিয়ার নাটুয়া , ঘোড়ানাচ সহ বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা। এদিন উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত মন্ত্রী সহ অতিথিরা মেলা ও প্রদর্শন ঘুরে দেখেন।

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শঙ্কর মণ্ডল জানান, " এই অনুষ্ঠান ৩ দিন ধরে চলবে। বর্ধমানের প্রাণকেন্দ্রে এই অনুষ্ঠান। তিনদিন সব মিলিয়ে ৬০০ জনের বেশি শিল্পী নিজের প্রতিভা মঞ্চে তুলে ধরবেন। সঙ্গে হস্ত শিল্পীরা ও স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিক দিকে উপকৃত হবেন। এধরনের আয়োজনে জেলা সামাজিক, আর্থিক ও সামাজিক পরিবেশ আরও সুন্দর হবে বলে আশা করি। জেলা প্রশাসন, পৌরসভা ও জেলাবাসীর সহযোগিতায় এই মেলা সফল ভাবে সম্পন্ন হবে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীরা দিন রাত কাজ করে মাত্র তিনদিনের প্রস্তুতিতে এই মেলা শুরু করা সম্ভব হয়েছে। বৃষ্টিতে যাতে অনুষ্ঠান বিঘ্নিত না হয় সেজন্যে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে"। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সকলে কেনাকাটা করতে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।