Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Flood situation ডিভিসির ছাড়া জলে জামালপুরে বন্যা পরিস্থিতি, প্রশাসন সতর্ক


 

Flood situation 


ডিভিসির ছাড়া জলে জামালপুরে বন্যা পরিস্থিতি, প্রশাসন সতর্ক 




Atanu Hazra 
Sangbad Prabhati, 18 September 2024

অতনু হাজরা, জামালপুর : গত কয়েকদিনের বৃষ্টি তার উপর ডিভিসি থেকে জল ছাড়ায় জামালপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দামোদরের জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে। এই পরিস্থিতিতে প্রশাসন পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। মঙ্গলবার থেকেই আমরা দেখতে পাই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিডিও পার্থ সারথি দে সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করেছেন। মঙ্গলবার বিকাল থেকেই ব্লকেই রয়েছেন এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। আজ সকাল থেকেই ব্লকের বিভিন্ন অঞ্চল ছুটে বেড়াচ্ছেন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। 

তার সাথে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ-সভাপতি ভূতনাথ মালিক। তারা বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সেখান থেকে মানুষজনদের নিয়ে এসে যে রিলিফ সেন্টার করা হয়েছে সেখানে পৌঁছে দিচ্ছেন। জোৎশ্রীরাম অঞ্চলের জেলে পাড়ার এক গর্ভবতী মহিলাকে নিয়ে এসে রেসকিউ সেন্টারে রাখেন মেহেমুদ খান সহ অন্যান্যরা। 

অপরদিকে সকাল থেকেই ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে ঘুরছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। তাদের সঙ্গে রয়েছেন জামালপুরের বিডিও পার্থসারথী দে। সারারাত ব্লক অফিসে তারা জেগে কাটিয়েছেন এবং প্রতিমুহূর্তে আপডেট নিয়েছেন মানুষের। সমস্যা শুনলেই সেখানে পৌঁছে গিয়েছেন। বিডিও পার্থ সারথি দে আমাদের বলেন বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ মানুষ কে রিলিফ সেন্টারে নিয়ে এসে রাখা হয়েছে। 

তাদের থাকা-খাওয়া এবং অন্যান্য সমস্ত বিষয় দেখছে ব্লক প্রশাসন। তিনি আরো জানান, ইতিমধ্যে ব্লকের প্রায় ছয় থেকে সাতটি গ্রামে নদীর জল ঢুকেছে। অযথা কাউকে তিনি ভয় পেতে বারণ করেন। ব্লক প্রশাসন সর্বদা মানুষের পাশে রয়েছে। তিনি আরো জানান, ইতিমধ্যেই এনডিআরএফের ৩০ জনকে ব্লকের সোনারগরিয়া হাই স্কুলে রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী তাঁদের ব্যবহার করা যায়। মেহেমুদ খান বলেন, ব্লক প্রশাসন সতর্ক আছে সব সময়। বিভিন্ন রেসকিউ সেন্টারে মানুষদের সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হচ্ছে। তিনি নিজে আছেন ফিল্ডে। তিনি সমস্ত ব্লক নেতৃত্বদের এই সময় সতর্ক থাকতে বলার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।