Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Competition on ancient traditions অনন্য ভাবনায় এক মাস ধরে বর্ধমানে অনুষ্ঠিত হলো সাবেকিয়ানার সন্ধানে প্রতিযোগিতা


 

Competition on ancient traditions 


অনন্য ভাবনায় এক মাস ধরে বর্ধমানে অনুষ্ঠিত হলো সাবেকিয়ানার সন্ধানে প্রতিযোগিতা 



Abhirup Acharya 
Sangbad Prabhati, 30 September 2024

অভিরূপ আচার্য, বর্ধমান : অনন্য ভাবনায় এক মাস ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শহর বর্ধমানে। পুরাতনকে আঁকড়ে ধরা নয়, কিন্তু তার বীজ টুকুকে আহরণ করে নিয়েই এগিয়ে চলা, এটাই প্রতিযোগিতার মূল ভাবনা। বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের উপস্থাপনায় সাবেকিয়ানার সন্ধানে শীর্ষক এই প্রতিযোগিতা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে। সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় পরিবেশিত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই সংগীত আবহে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সান্ধ্যকালীন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা। 

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, শান্তনু কোনার, গুফরানা ইয়াসমিন, নিত্যানন্দ ব্যানার্জী, জেলা পরিষদের মেন্টার মহঃ ইসমাইল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দেবব্রত পাল, আরামবাগ মহিলা থানার ইন্সপেক্টর বনানী রায়, ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজি'র প্রিন্সিপাল ডঃ অভিজিৎ মিত্র, পোষাকে সাবেকিয়ানার বিচারক তথা বিশিষ্ট আইনজীবী কমল দত্ত, বিশিষ্ট ড্রেস ডিজাইনার তথা বিচারক মৌমিতা দে, আইনজীবী সঞ্জয় ঘোষ, সঞ্চিতা মন্ডল, দ্বৈপায়ন দাস, বিশিষ্ট সাংবাদিক তারকনাথ রায়, পার্থ চৌধুরী, স্বপন মুখার্জী, বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, সমাজসেবী অরবিন্দ পাঁজা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের আগে চন্দনের ফোঁটা, উত্তরীয় ও মেমেন্টো দিয়ে অতিথিদের বরণ করে নেয় সহযোদ্ধার সদস্যরা। 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক। তিনি একমাস ধরে চলা প্রতিযোগিতার বিষয়বস্তু তুলে ধরেন পাশাপাশি সহযোদ্ধা সারা বছর কি কি কাজ করে সে বিষয়েও আলোকপাত করেন। 

উদ্বোধনী বক্তব্যে সহকারী সভাধিপতি গার্গী নাহা সাবেকিয়ানার সন্ধানে প্রতিযোগিতা যৌক্তিকতা বিষয়ে বলেন। এছাড়াও বক্তব্য রাখেন কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, শান্তনু কোনার, তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল প্রমুখ। প্রথম পর্বে উদ্বোধন অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাবেকিয়ানার সন্ধানে ২০২৪ এর আহবায়ক বিশ্বজিৎ মল্লিক।

এদিনের অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতায় তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করেন মণিদীপা মজুমদার। এছাড়া ডাঃ মেহবুব হাসানের পরিচালনায় কচিকাঁচারা নৃত্যানুষ্ঠানে অংশ নেয়। গৌতমী দাস যোগা নৃত্য পরিবেশন করে।

এদিন পোষাকে সাবেকিয়ানা প্রতিযোগিতার পর একমাস ধরে অনুষ্ঠিত রন্ধনে সাবেকিয়ানা, আঁক তুমি আলপনা, ঢাক কাঁসরে ধুনুচি নাচ এবং পোষাকে সাবেকিয়ানা প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান, সমগ্র অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে পরিচালনায় নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সহযোদ্ধার চেয়ারম্যান সোমনাথ ভট্টাচার্য সহ শুভেন্দু সাঁই, বিশ্বজিৎ মল্লিক, সুশান্ত বাগ, প্রীতম সাহা, সৌমিত্র হাজরা, দেবনাথ মুখার্জী, বৃতি মল্লিক, মেহবুব হাসান, যমুনা চ্যাটার্জী, শুভ্রা ভট্টাচার্য, রিঙ্কু দে, কাজল সাহা, আমিনুর রহমান, ডঃ ওম শঙ্কর দুবে,  কৌশিক সিনহা, নির্মলেন্দু বিশ্বাস, সুচিত্রা দাস, অতনু হাজরা, রঞ্জিত সেন, সেখ রতন সহ আরও অনেকে।