Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বর্জ্যের পরিবর্তে পুজোর পোষাক


 

বর্জ্যের পরিবর্তে পুজোর পোষাক




Sangbad Prabhati, 17 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পরিবেশের পরিছন্নতার জন্য "স্বচ্ছতাই সেবা" বার্তা কে সামনে রেখে রাষ্ট্রায়াত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্ল্যাস্টিক ও ইলেকট্রনিক বর্জ্যের পরিবর্তে নতুন পোষাক দেওয়া হল বড়শুল এলাকার কিছু বাচ্ছাদের। 

 এহেন অভিনব কর্মসূচিতে শতাধিক বাচ্ছা তাদের বাড়ির বা আশপাশের প্লাস্টিক ও ই-বর্জ্য সংগ্রহ করে শিবিরে জমা করে, পরিবর্তে একটি করে নতুন জামা তারা পায়। উপস্থিত ছিলেন বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান রমেশ চন্দ্র সরকার ও অন্যান্যরা। 

আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, "আগামী ১৫ দিন ব্যাপী এই কর্মসূচিতে জনমানসে বিভিন্ন উপায়ে বৈদ্যুতিন ও প্লাস্টিক বর্জ্য সহ বিভিন্ন প্রকার বর্জ্য নিয়ে সচেতনতা ও সংগ্রহ অভিযান চালানো হবে"। বাড়ির বর্জ্য জমা করে পুজোয় নতুন জামা পেয়ে বেজায় খুশি কচিকাঁচারা।