বর্জ্যের পরিবর্তে পুজোর পোষাক
Sangbad Prabhati, 17 September 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পরিবেশের পরিছন্নতার জন্য "স্বচ্ছতাই সেবা" বার্তা কে সামনে রেখে রাষ্ট্রায়াত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্ল্যাস্টিক ও ইলেকট্রনিক বর্জ্যের পরিবর্তে নতুন পোষাক দেওয়া হল বড়শুল এলাকার কিছু বাচ্ছাদের।
এহেন অভিনব কর্মসূচিতে শতাধিক বাচ্ছা তাদের বাড়ির বা আশপাশের প্লাস্টিক ও ই-বর্জ্য সংগ্রহ করে শিবিরে জমা করে, পরিবর্তে একটি করে নতুন জামা তারা পায়। উপস্থিত ছিলেন বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান রমেশ চন্দ্র সরকার ও অন্যান্যরা।
আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, "আগামী ১৫ দিন ব্যাপী এই কর্মসূচিতে জনমানসে বিভিন্ন উপায়ে বৈদ্যুতিন ও প্লাস্টিক বর্জ্য সহ বিভিন্ন প্রকার বর্জ্য নিয়ে সচেতনতা ও সংগ্রহ অভিযান চালানো হবে"। বাড়ির বর্জ্য জমা করে পুজোয় নতুন জামা পেয়ে বেজায় খুশি কচিকাঁচারা।