Scrooling

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

নির্বাচন : আবারও জয়ী তৃণমূল কংগ্রেস


 

নির্বাচন : আবারও জয়ী তৃণমূল কংগ্রেস 




Atanu Hazra 
Sangbad Prabhati, 30 September 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিপূর্বেই ব্লকে তিনটি সমবায় সমিতির নির্বাচন হয়ে গেছে। মাঠনসিপুর সমবায় সমিতি, জোতশ্রীরাম সমবায় সমিতি ও নন্দনপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আজ হৈবোতপুর সমবায় সমিতিতে নির্বাচন ছিল। মোট ৪৩ টি আসন আছে এই সমবায় সমিতিতে। আজই মনোনয়ন তোলা ও জমা দেবার তারিখ ছিল বেলা তিনটে পর্যন্ত। কিন্তু তিনটার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দল মনোয়ন জমা করেনি। 

আজ কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দেন অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ও শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল। তিনটের পর সেখানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি ও কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক। বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে দেন তারা। 

মেহেমুদ খান বলেন বিজেপি সিপিএম নানা ভাবে কৌশল করলেও বাস্তবে তাদের পায়ের তলায় যে মাটি নেই সেটা এই সমবায় নির্বাচন গুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্যের তথা এই ব্লকের মানুষও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা রাখছেন।