গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে বিনামূল্যে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্যাম্প
Sangbad Prabhati, 29 September 2024
অতনু হাজরা, জামালপুর : স্টেট হেলথ কেয়ার প্রোভাইডার ইউনিট ওয়েস্ট বেঙ্গল এর জামালপুর ব্লক ইউনিটের উদ্যোগে এবং ক্রেডল ফার্টিলিটি সেন্টারের সহায়তায় জামালপুর সিদ্ধেশ্বর লজে গ্রামীণ মহিলাদের জন্য বিনামূল্যে বন্ধ্যাত্ব দূরীকরণ চিকিৎসার জন্য একটি শিবিরের আয়োজন করা হয়। এরই সাথে সাথে গ্রামীণ চিকিৎসকদের এই বিষয়ের উপর একটি সেমিনারও করা হয়।
বর্তমানে বন্ধ্যাত্ব একটি জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে। কিন্তু এরও যে সঠিক চিকিৎসা করলে ভালো ফল পাওয়া যায়। বা এর সঠিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে এখনও সেভাবে গ্রাম বাংলার মানুষ পরিচিত হয়ে উঠতে পারেন নি। সে জন্যই এই জামালপুরে এই ধরনের একটি শিবির করা হলো। গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে পুরো অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন রাশেদ আলী হালদার। তাঁকে সহায়তা করেন সমীর রায়, উৎপল মালিক সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুহৃত চক্রবর্তী। ক্রেডেল ফার্টিলিটি সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্থ সারথী মিত্র। আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক অতনু হাজরা কে সম্বর্ধিত করা হয়।
এই শিবিরে চিকিৎসক হিসাবে চিকিৎসা পরিষেবা দিতে উপস্থিত ছিলেন দিল্লী এইমস থেকে পাশ করা চিকিৎসক ডাঃ সৈয়দ এস এ এম রহমান। তাঁর সঙ্গে ছিলেন আর এক মহিলা চিকিৎসক ডাঃ পায়েল রায়চৌধুরী। এদিনের শিবিরে মোট ৫৮ জন রুগী এই চিকিৎসা পরিষেবা নিয়েছেন।
তাঁদের অনেককেই কিছু কিছু ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। বন্ধ্যাত্ব দূরীকরণ নিয়ে যে সেমিনার হয় তাতে ৪৮ জন গ্রামীণ চিকিৎসক অংশ নেন। উপস্থিত প্রত্যেক রুগীদের জন্য ফলের ব্যবস্থা ও সেমিনারে অংশ নেওয়া গ্রামীণ চিকিৎসকদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ও গিফটের ব্যবস্থাও করে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার।