Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৬৮ তম বিমা সপ্তাহ পালনে নানা অনুষ্ঠান


 

৬৮ তম বিমা সপ্তাহ পালনে নানা অনুষ্ঠান 




Atanu Hazra 
Sangbad Prabhati, 16 September 2024

অতনু হাজরা, জামালপুর : ভারতীয় জীবন বীমা নিগম লিমিটেডের জামালপুর শাখার পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬৮ তম বীমা সপ্তাহ পালন করা হয়। ২ সেপ্টেম্বরে থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই অনুষ্ঠান। প্রথম দিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্রাঞ্চ ম্যানেজার অমিত কুমার দাস। ছিলেন ডেভলপমেন্ট অফিসার গৌর ঘোষ ও বর্ষীয়ান লিডার অশোক কুমার ঘোষ। 

সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানে ক্যূইজের মাধ্যমে এজেন্ট দিবস পালন, শিক্ষক দিবসের দিনে পালন করা হয় গুরু দিবস। এদিন গুরু হিসাবে পূর্ণেন্দু মন্ডল, অতনু ঘোষ, গৌর ঘোষ, অশোক কুমার দাস, দেবব্রত দেবনাথ-কে সম্বর্ধনা দেওয়া হয়। 

 শেষ দিনে দুটি গ্রুপে ১০ বছর বয়স পর্যন্ত আর একটি ১০ থেকে ১৬ বছর বয়সীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয়। যাতে এলাকার ছেলে মেয়েরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে তাদের পুরস্কৃত করা হয়।