Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

১৪ দফা দাবিতে আদিবাসী সংগঠনের ডেপুটেশন


 

১৪ দফা দাবিতে আদিবাসী সংগঠনের ডেপুটেশন 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 27 September 2024

সৈয়দ আবু জাফর, সিঙ্গারকোন : পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের সিঙ্গারকোন হাটতলা থেকে সশস্ত্র মিছিল করে ১৪ দফা দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন দিল ভারত যাকাত মাঝি পরগনা মহল। 

আদিবাসী সংগঠনের জেলা নেতা বিজয় চন্দ্র সোরেন মিছিল করে এসে সমষ্টি উন্নয়ন আধিকারিকের গেট বন্ধ থাকায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গেটের তালা না খুললে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বন্ধ করে দেবেন বলে হুমকি দেন। অবশেষে পুলিশ তাদের শর্ত মেনে নিয়ে গেট খুলে দিলে তারা শান্তি শৃঙ্খলা ভাবে ডেপুটেশন দিল। তবে শুক্রবার অফিসে বিডিও, জয়েন্ট বিডিও এবং পিডিও কেউই উপস্থিত ছিলেন না। 

ফলে ক্ষোভের সুরে বিজয় চন্দ্র সোরেন বলেন- আপনি যেখানেই থাকুন, আমাদের দাবি নিয়ে আমরা এক মাসের জন্য অপেক্ষা করবো। দাবি না মেনে নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন তিনি। পাশাপাশি কালনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজয় বাবু। তিনি বলেন কালনা দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অপদার্থ সভাপতি, যা করবে সবই কর্মাধ্যক্ষ তার সভাপতি চেয়ারে বসে থাকার কোন যোগ্যতাই নেই। আদিবাসী পাড়ায় জলের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। অবিলম্বে ঢালাই রাস্তা করা সহ ১৪ দফা দাবিতে আজ এই ডেপুটেশন বলে জানান তিনি।