Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরিবেশ সচেতনতায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয়স্তরীয় নাটক প্রতিযোগিতা


 

পরিবেশ সচেতনতায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয়স্তরীয় নাটক প্রতিযোগিতা 




Sangbad Prabhati, 26 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ছোট থেকেই ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গেঁথে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস। সংগঠনের পদাধিকারীদের কথায় প্রকৃতি আমাদের মা, আর এই মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের- বর্তমান যুগে মানুষের অসংযত কার্যকলাপে পরিবেশ দূষণের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় দেড় ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে চলেছে। আমরা আজকেই যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই বিপদের মধ্যে পড়বে- এই ধারণাকে সামনে রেখে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় ২৫ সেপ্টেম্বর রবীন্দ্রভবনে একটি আন্ত প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতার আয়োজন করেছে, যার বিষয় ছিল পরিবেশ সচেতনতা। অর্থাৎ ছোট ছোট শিশুদের শিল্প সত্তার সাথে তাদের ভবিষ্যতের দায়িত্ববোধের সংমিশ্রণে এদিনের এই নাটক প্রতিযোগিতা। 

এই নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ললিত কোণার, দীপেন্দ্রনাথ শীল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। নাটকের এই মঞ্চ থেকেই বর্ধমানের পাঁচজন বিশিষ্ট মহিলা নাট্য ব্যক্তিত্বকে সম্বর্ধনা প্রদান করা হয়। 

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, আজকের এই নাটক প্রতিযোগিতায় মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল । প্রত্যেকেই ভীষণ সুন্দরভাবে পরিবেশ বাঁচানোর আর্তি নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে।

 নাটকের শেষে বিচারকদের বিচারে প্রথম স্থান অধিকার করে বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাথমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে বলগোনা এফ পি স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে হেমচন্দ্র জুনিয়ার বেসিক স্কুল ।

সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা বলেন, এই অভিনব উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারাও ভীষণ উৎসাহিত এবং আনন্দিত হন।