জামালপুরে বন্যা দুর্গতদের ত্রাণ দিতে হাজির এ ডি এম
Sangbad Prabhati, 25 September 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বন্যা দুর্গতদের সাহায্য করতে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বুধবার জামালপুরের পাইকপাড়া, জোতচাঁদ প্রভৃতি এলাকায় ত্রাণ নিয়ে হাজির হন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, ডি ডি এম ও প্রতীক ব্যানার্জী, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা।
তাঁরা সেখানে পৌঁছে বন্যা কবলিত মানুষের হাতে ত্রিপল, পাউডার দুধ, পুরুষদের ধুতি, লুঙ্গি, মহিলাদের শাড়ি ও বাচ্চাদের জন্য জামা নিয়ে যান। নিজের হাতে বাচ্চাদের পোশাক পরিয়ে দেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ অমিয় কুমার দাস। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রাজ্য সরকার সর্বোতভাবে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেটা এই গত কয়েকদিনেই পরিষ্কার হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ সরকারের এই সাহায্য পেয়ে যথেষ্ট খুশি। তবে ক্ষতিগ্রস্ত চাষীরাও ক্ষতিপূরণের আশায় রয়েছেন।