Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মসূচিতে কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুল



বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মসূচিতে কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুল 





Sangbad Prabhati, 21 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কখনও পরিবেশ, বিজ্ঞান বিষয়ক সচেতনতার পাঠদান সহ ছাত্র-ছাত্রীদের জন্য স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে চলেছে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। বলতে গেলে পড়াশোনার সঙ্গে প্রতিদিনই ছাত্র ছাত্রীদের জন্য কিছু একটা কর্মসূচি থাকে। আসলে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির গাইডলাইন অনুযায়ী পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে শেখা ও জানা। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ সুভাষ চন্দ্র দত্ত এর ভূমিকা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। 
যেমন ১৯ সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস। এই উপলক্ষে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি শিক্ষাপ্রদ সেমিনার আয়োজিত হয়। স্বাগত ভাষণে প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, বর্ষায় সাপ খাদ্য ও প্রজননের কারণে ঘোরাফেরা বেশি করে। অতিরিক্ত জনবসতির কারণে তাদের থাকার জায়গারও অভাব। তবুও দামোদরসন্নিহিত এই অঞ্চলে সাপ শহরের অন্যান্য এলাকা থেকে বেশি। এই বিদ্যালয়ের অঙ্গনে মাঝেমধ্যেই চিতি দাঁড়াশ চলে আসে। কিন্তু সাপের ব্যাপারে আমাদের সঠিক ভাবনার অভাব আছে। ছাত্রছাত্রদের অবহিত ও সজাগ করতে আজকের এই সেমিনার।
প্রধান অতিথি মোহনপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. অয়ন মণ্ডল স্লাইডের মাধ্যমে বিভিন্ন বিষধর এবং নির্বিষ সাপের ছবি দেখিয়ে সাপের আকৃতি রং স্বভাব খাদ্যাখাদ্য চিনতে সাহায্য করেন।
লখনউ আইআইটিতে টক্সিকোলজির গবেষক দেবব্রত বিশ্বাস বলেন যে, সাপ কামড়ালে বিষ ছিল কি না সে কথা না ভেবে দ্রুত স্থানীয় হাসপাতালে যেতে হবে।
বিশেষ অতিথি বর্ধমান অ্যানিম্যাল সোসাইটির পশুপ্রেমী অর্ণব দাস এবং সুমন বারুই সাপ দেখামাত্র মেরে না ফেলতে পরামর্শ দেন। কারণ সাপ বাস্তুতন্ত্র সুশৃঙ্খল রাখতে সাহায্য করে। বরং বাড়ির আশেপাশে নিয়মিত পরিষ্কার করে ব্লিচিং ছড়ানো বেশি কাজের হবে।

শুক্রবার কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছোট ছাত্রছাত্রীদের দাঁত পরীক্ষা করেন দুই স্বনামধন্য চিকিৎসক। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের হাউস সার্জেন ড. সাইন আফরোজ এবং বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের হাউস সার্জন ড. শেখ সামিম হোসেন। তাঁরা বলেন যে, দাঁতে সমস্যা থাকলেও ছোটরা অনেকে বুঝতে পারে না। কেউ কেউ বুঝলেও সেটা অগ্রাহ্য করে। বড়দের বলতে গেলে তাঁরাও সবসময় গুরুত্ব দেন না। ফলে আজকের এই শিবির। যাদের সমস্যা দেখা গেছে তাদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। কারও ছোটখাট সার্জারির প্রায়োজন হবে, সেটিও তাঁরা সারিয়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। দাঁত মাজা, দাঁতের যত্ন নিয়ে সবার জন্য তাঁরা কিছু টিপস দিয়েছেন।

কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। সেই জন্যই ছাত্র ছাত্রীদের দাঁতের স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা ও দাঁতের যত্ন সম্পর্কে সচেতন করা হয়।
শারীরবিদ্যার শিক্ষক অনিমেষ বর্মন বলেন, আর্থসামাজিক প্রেক্ষাপটে স্থানীয়রা চিকিৎসায় ব্যয়সঙ্কোচ করতে বাধ্য হয়ে পড়েছে। ফলে এই শিবির খুবই দরকার ছিল।


প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ দীননাথ দাস শিক্ষা আর স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিয়েছিলেন। আমরা সবসময়েই স্বাস্থ্যবিষয়ক শিবির আর সেমিনার আয়োজন করে থাকি যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনায় পূর্ণ গুরুত্ব দিতে পারে। আজকের দুই চিকিৎসক বেঙ্গল ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। ফলে আজ তাঁরা সবদিক খতিয়ে দেখে যে ব্যবস্থা করছেন তাতে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।