ত্রাণ শিবির পরিদর্শনে গিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করলেন মন্ত্রী
Sangbad Prabhati, 19 September 2024
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ তিনি জামালপুরে এসে জোতশ্রীরাম অঞ্চলের সাহোসেনপুরে ফ্লাড শেল্টারে যান।
ওই অঞ্চলের বেশিরভাগ অংশই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত এলাকার মানুষদের এই ফাল্ড শেল্টারে রাখা হয়েছে। সেখানেই তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গত এলাকা পরিদর্শনের পর ফ্লাড সেল্টারে আসেন। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে গিয়ে দেখা করে কথা বলেন। সকলে ঠিক ঠাক খাবার পাচ্ছেন কিনা সে সম্পর্কেও খোঁজ নেন।
আজ তাঁর সাথে ছিলেন রাজ্যের অপর মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা সভাপতি তথা বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। মন্ত্রী অরূপ বিশ্বাস ফ্লাড সেল্টারে এসে দুর্গত মানুষদের নিজের হাতে দুপুরের খাবার পরিবেশন করেন।
ঘটনার সাক্ষী রইলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা। আসলে তিনি এই খাবার পরিবেশনের মাধ্যমে প্রশাসন ও দলীয় নেতৃত্বের প্রতি সহমর্মিতার বার্তা দিয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন ডিভিসি পুরো প্ল্যান করে রাজ্যকে বন্যা প্লাবিত করলো। তিনি বলেন জল অনেকটা কমলেও যদি আবার ডিভিসি থেকে জল ছাড়ে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এরই সাথে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তদারকী করছেন। যতদিন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন রাজ্যবাসীর কোনো চিন্তা নেই। তিনি সমস্ত বন্যা প্লাবিত অঞ্চলের মানুষদের জানান তাঁদের কোনো চিন্তা নেই কেননা মুখ্যমন্ত্রী আছেন তাঁদের সাথে। যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের সকলকে শস্যবিমা করার জন্য বলেন। এছাড়াও যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসন সেটা দেখবে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁরা সর্বত ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে আসা ও তাঁদের খাবারের ব্যবস্থা করছেন। ব্লক প্রশাসন দারুণ ভাবে কাজ করেছে।
বন্যায় কবলিত জামালপুর বিধানসভা এলাকা পরিদর্শনের পর মন্ত্রী অরূপ বিশ্বাস রায়না বিধানসভার জলে প্লাবিত বেশ কিছু ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বপন দেবনাথ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ জন যে ফ্লাডসেন্টার গুলোতে আশ্রয় নিয়েছেন তার ব্যবস্থা খতিয়ে দেখেন। দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন।