ডিভিসি জল ছাড়ায় দামোদর নদে জলস্ফীতি, জামালপুরে তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরানোর ব্যবস্থা
Sangbad Prabhati, 17 September 2024
অতনু হাজরা, জামালপুর : গত তিন দিনের বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ায় জল বেড়েছে দামোদর নদে। তাই আজ সরেজমিনে সেই জলস্তর বৃদ্ধির কি পরিস্থিতি সেটা দেখতে জারোগ্রাম ও জোতশ্রীরাম অঞ্চলের জোচ্চাঁদ, পাইকপাড়া, অমরপুর, সোনারগোড়িয়া প্রভৃতি গ্রামে পৌঁছান জামালপুরের বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। সেখানে তাঁরা নদীর ধারে পৌঁছে বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। বাঁধের তীরবর্তী কয়েকটি পরিবারকে সরাবার ব্যবস্থা করেন তাঁরা।
বিডিও পার্থ সারথী দে বলেন, তাঁরা সব রকম পরিস্থিতির জন্য তৈরি আছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন কেউ অযথা ভয় পাবেন না। ব্লক প্রশাসন পাশে আছে। ইতি মধ্যেই পাঁচড়া, জামালপুর ১ ও ২, জোতশ্রীরাম, জারোগ্রাম, চকদিঘী, বেড়ুগ্রাম প্রভৃতি অঞ্চলে মাইকিং করানো হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে। তিনি আরো বলেন, বেশ কয়েকটি গ্রামের জন্য যেমন নন্দনপুর, পাইকপাড়া, জোতচাঁদ,মাঠশিয়ালি, মুইদিপুর, পারউজিরপুর, কৃষ্ণরামপুর, হরগোবিন্দপুর সোনারগোরিয়া কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলকে রেসকিউ সেন্টার হিসাবে রেডি রাখা হয়েছে আপৎকালীন পরিস্থিতির জন্য।
মেহেমুদ খান বলেন, তাঁরা সতর্ক আছেন কেউ অযথা ভয় খাবেন না। কারোর কোনো অসুবিধা হলে ব্লক প্রশাসন তার পাশে আছে। এই ভরা দামোদর নদীতে কেউ যেন মাছ ধরতে বা অন্য কোনো কাজে না নামেন।