প্রায় আড়াইশো পুজো কমিটিকে নিয়ে প্রশাসনিক সভা
Sangbad Prabhati, 12 September 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে প্রায় ২৫০ টি পুজো কমিটিকে নিয়ে প্রাক পুজো আলোচনা করলো জামালপুর ব্লক প্রশাসন। মূলত কিভাবে অনলাইন আবেদন করা যাবে, কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে সে সম্পর্কে পুজোকমিটি গুলোকে বুঝিয়ে দেওয়া হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার সেকেন্ড অফিসার নিমাই ঘোষ, বিদ্যুৎ বিভাগের, ভূমি রাজস্ব দপ্তরের ও ফায়ার ব্রিগেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সকলকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য বলেন। পুজো কমিটিগুলোকে যাতে কিছু অসহায় দুঃস্থ মানুষকে বস্ত্র দান করার জন্য আবেদন করেন। এছাড়াও বলেন প্রতিদিনের মত এবারেও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা ও পরিবেশের উপর পুরস্কার দেওয়া হবে।
বিডিও পার্থ সারথী দে বলেন পুজো কমিটি গুলোকে ফ্লেক্সের মাধ্যমে ডেঙ্গু ও বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারের জন্য অনুরোধ করেন। তিনি বলেন ২০ ও ২১ সেপ্টেম্বর ব্লক অফিসে সকল দপ্তরের প্রতিনিধিরা থাকবেন এবং সেখান থেকেই অনলাইন আবেদনের ব্যবস্থা করা হবে।
পুলিশের পক্ষ থেকে থানার সেকেন্ড অফিসার নিমাই ঘোষ পুজো কমিটিগুলোকে সেফ ড্রাইভ ও সেভ লাইফের উপর যাতে কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা যায় সে বিষয়ে আবেদন রাখেন এবং পুজোর সময় প্রত্যেকের পরিবারের ছেলেদের বাইক চালানোর ব্যাপারে সতর্ক করার কথা বলেন।