চিকিৎসকের প্রয়াণ দিবসে দৃষ্টিহীন ছাত্রদের ব্যাগ প্রদান
Sangbad Prabhati, 17 September 2024
সেখ সামসুদ্দিন, মেমারি : ঠিক এক বছর আগে আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করে ছিলেন অস্থি বিভাগের অধ্যাপক তথা শল্য চিকিৎসক ডাঃ বিপ্লব চ্যাটার্জী। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর গোয়াতে একটি মেডিকেল কনফারেন্সে গিয়ে হার্ট অ্যাটাকে প্রয়াত হন মেমারির গর্ব ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের অস্থি বিভাগের অধ্যাপক তথা শল্য চিকিৎসক ডাঃ বিপ্লব চ্যাটার্জী। তাঁর এই প্রয়াণ দিবসে মেমারি মাদ্রাসায় পাঠরত ২৫ জন দৃষ্টিহীন পড়ুয়ার হাতে একটি করে স্কুল ব্যাগ দিয়ে মিষ্টিমুখ করানো হয়।
এই ব্যাগ পেয়ে পড়ুয়ারা প্রয়াত চিকিৎসকের জন্য দোয়া করেন। মেমারি মাদ্রাসার প্রধান মুফতি তালেবুল্লা সাহেব পরিবারের প্রতি সমবেদনা জানান ও চিকিৎসকের স্মৃতিচারণা করেন। উল্লেখ্য প্রয়াত চিকিৎসক গোয়া যাবার আগে মেমারি মাদ্রাসায় এসেছিলেন বিশেষ কিছু কাজে। সেই সময় দৃষ্টিহীন ছাত্ররা চিকিৎসকের গাড়িতে হাত বুলিয়ে কিছু অনুধাবনের চেষ্টা করে, তা দেখে দৃষ্টিহীন ছাত্রদের কথা দিয়েছিলেন গোয়া থেকে ফিরে সপ্তাহে একদিন করে তাদের সঙ্গে সময় কাটাবেন। কিন্তু তিনি আর সশরীরে ফিরতে পারলেন না। সেই স্মৃতি থেকে প্রয়াত চিকিৎসকের পরিবারবর্গের পক্ষ থেকে সেখ সবুরউদ্দিন, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক সেখ সামসুদ্দিন প্রয়াণ দিবসে দৃষ্টিহীন ছাত্রদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন ও মিষ্টিমুখ করান।