Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Sayani made history by winning the fifth Sindhu সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয় করলেন পূর্ব বর্ধমানের সাঁতারু সায়নী দাস



Sayani made history by winning the fifth Sindhu


সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয় করলেন পূর্ব বর্ধমানের সাঁতারু সায়নী দাস




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 31 August 2024

সৈয়দ আবু জাফর : সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয় করলেন পূর্ব বর্ধমান জেলার কালনার সাঁতারু সায়নী দাস। জলে ঝাঁপ ১৩ ঘন্টা বাইশ মিনিট সাঁতার কেটে জয় করলেন নর্থ চ্যানেল। বরফের মত ঠান্ডা হাড় হিম করা জল, দমকা হাওয়ার সঙ্গে স্রোতের প্রতিকূলে থেকেও শুক্রবার প্রথম থেকেই যে দাপট তিনি দেখিয়েছেন তা দেখে সুইমিং অ্যাসোসিয়েশনের অনেকেই কপালে চোখ তুলেছেন। এই জয়ের সঙ্গে-সঙ্গে দুটি রেকর্ডও সায়নী জয় করলেন। কোনও মহিলা সাঁতারু হিসাবে তিনি যেমন ভারতের প্রথম নর্থ চ্যানেল জয়ী, অন্যদিকে তেমনই তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সপ্তসিন্ধুর পাঁচটি চ্যানেল জয় করে করলেন। 

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে কালনা শহরের বাসিন্দা সায়নী দাস ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা (ক্যালিফোর্নিয়া), মলোকাই চ্যানেল (হাওয়াই দ্বীপপুঞ্জ), মাত্র চার মাস আগে কুক প্রণালী (নিউজিল্যান্ড) জয় করেন। একের পর এক ঐতিহাসিক জয়ের পর পঞ্চম সিন্ধু অর্থাৎ আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয়ের জন্য কোনও বিশ্রাম না নিয়েই কঠিন-কঠোর অনুশীলন চালিয়ে যান। বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাকে কখনও হাড়কাঁপানো ঠান্ডা গঙ্গায়, কখনও বরফ জলেও আইস বাথ করতে দেখা গিয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডের

আবহাওয়ার গতিপ্রকৃতি ও জলের চরিত্রকে বুঝে নিতে সায়নী তাঁর কোচ বাবা রাধেশ্যাম দাস, মা রূপালী দাসকে নিয়ে প্রায় একমাস আগে সেখানে রওনা দেন। নির্ধারিত সময়ের প্রথম দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নর্থচ্যানেলে জলে নামার অনুমতি না মিললেও শুক্রবার সেখানে নামার অনুমতি মেলে। আয়ারল্যাণ্ডের সময় এদিন সকাল সাড়ে সাতটা ও ভারতীয় সময় প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিনি পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে নামেন।

দীর্ঘ চ্যানেলের হিমশীতল জলে বেশীক্ষণ থাকার কারণে হাইপোথারমিয়া ও রক্ত জমাট বাঁধার মত দুর্ঘটনা যেখানে ঘটতে পারে, ভয়াল-ভয়ংকর সামুদ্রিক প্রাণীর হাতছানিকে উপেক্ষা করে সায়নী যেভাবে স্রোতের প্রতিকূলে এদিন দাপট দেখিয়েছেন তাতে সকলেই অভিভূত। এদিন সাঁতার চলাকালীন তাঁর পাশের একটি বোটের সামনে ভারতের জাতীয় পতাকাকে উড়তে দেখা যায়। অবশেষে গতকাল রাত তিনটের সময় সেই কাঙ্খিত জয়।