Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Kanyashri নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যাশ্রী দিবস পালন


 

Kanyashri


নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যাশ্রী দিবস পালন


Atanu Hazra 
Sangbad Prabhati, 14 August 2024

অতনু হাজরা, জামালপুর : ১৪ ই আগস্ট মহা সমারোহে রাজ্যের বিভিন্ন স্কুলে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এই উপলক্ষে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিভিন্ন স্কুলে। পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর হাই স্কুলে আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং। ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত, প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস, উপপ্রধান অশোক কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। 

জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং ছাত্রীদের জন্য সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে ছাত্রীদের সচেতন করেন। কারণ এই দুটি ক্ষেত্রেই বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে। এছাড়াও নাচ, গান, কবিতা,বক্তব্য, নানা আলোচনার মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি পালন করে আঝাপুর হাই স্কুল।