Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Kabiguru Death anniversary ৮৩ তম প্রয়াণ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতি শ্রদ্ধাঞ্জলি


 

Kabiguru Death anniversary 


৮৩ তম প্রয়াণ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতি শ্রদ্ধাঞ্জলি 




Sangbad Prabhati, 7 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায়ও ৮৩ তম প্রয়াণ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর -কে স্মরণ করলো বিভিন্ন সংস্থা। পূর্ব বর্ধমান জেলায় ২২ শ্রাবণ সরকারিভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর।

বর্ধমানে কোর্ট কম্পাউন্ড এলাকায় ট্রেজারি বিল্ডিং এর উপরে মাইনরিটি মিটিং হলে অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, জেলা প্রশাসনের আধিকারিক রাখী পাল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, বর্ধমান মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশীষ পোড়ে সহ অন্যান্যরা। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ প্রয়াণ দিবসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশেষ ভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে আমরা নিত্যদিনই স্মরণ করি। তিনি আমাদের হৃদয়ে আমাদের মননে গেঁথে রয়েছেন। 

এদিনের অনুষ্ঠানে সমবেত সঙ্গীত ও একক সঙ্গীত সহ কবিতা পাঠে অংশ নেন শিল্পীরা।

পাশাপাশি এদিন বেশকিছু নতুন লোকশিল্পীর হাতে রাজ্য সরকারের পরিচয় পত্র তুলে দেন সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস সহ অন্যান্যরা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে প্রণতি জানায় বর্ধমান রবীন্দ্র পরিষদ। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষ রোপণও করা হয়। উপস্থিত ছিলেন সুব্রত মন্ডল, সৌগত হালদার, সমীর কুমার পাল, অনন্ত মন্ডল, কাশীনাথ গাঙ্গুলী সহ অন্যান্যরা।

মেমারি পৌরসভার আয়োজনে পৌরকরণে বাইশে শ্রাবণ উপলক্ষে কবিগুরুর স্মরণ সভা করা হয়। কবির ছবিতে মাল্যদান করেন প্রবীণ তবলা বাদক দেবদাস নন্দী, তাঁকে সহযোগিতা করেন পৌর কর্মী দিব্যেন্দু ভট্টাচার্য। 

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সোনিয়া গোস্বামী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সঞ্চালক দিব্যেন্দু ভট্টাচার্য। পরে সঙ্গীত পরিবেশন করেন করবী বসু, অস্মি গোস্বামী, জয়ন্ত গাঙ্গুলী, সাথী সান্যাল, বুলবুল ব্যানার্জী, নবনীতা ঘোষ, বিকাশ ভট্টাচার্য প্রমুখ। 

এদিনের অনুষ্ঠানে লক্ষ্যনীয় ছিল পৌরকর্মীরা উপস্থিত থাকলেও পৌরসভার ১৬ জন কাউন্সিলর এর মধ্যে একজনও উপস্থিত ছিলেন না। জানা যায় চেয়ারম্যান অসুস্থ থাকায় থাকতে পারেননি। কিন্তু বাকি কাউন্সিলরদের মধ্যে কেউ কেন থাকলেন না তার কোন সদুত্তর নেই।