Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Flag Hoisting বর্ধমানে ইউআইটি কলেজে একটু অন্যরকম ভাবে পতাকা উত্তোলন


 

Flag Hoisting 


বর্ধমানে ইউআইটি কলেজে একটু অন্যরকম ভাবে পতাকা উত্তোলন 


Sangbad Prabhati, 16 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজি (ইউ আই টি) কলেজের গোলাপবাগ ক্যাম্পাসে ১৫ আগস্ট সকালে অন্যান্য বছরের মতোই পতাকা উত্তোলন হলো। কিন্তু এবারে এই পতাকা উত্তোলন হলো একটু অন্যরকমভাবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজিৎ মিত্র এবারে তার সঙ্গে পতাকা তোলার জন্য ডেকে নিলেন কলেজের এক বয়োজ্যেষ্ঠ কর্মীকে এবং কলেজের এক ছাত্রীকে। 

এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এবং ইউআইটির শিক্ষক ও শিক্ষাকর্মী অনেকেই উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ড: পার্থপ্রতিম সরকার, রত্নেশ বটব্যাল এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবরাজ সাহা অন্যতম। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ।

এই অনুষ্ঠানে স্বাগত ভাষণে অধ্যক্ষ প্রফেসর মিত্র বলেন, এবারে যেহেতু কলেজের ২৫ তম বর্ষ উদযাপন চলছে তাই একদম শুরু থেকে যে কয়েকজন কর্মী ইউআইটিতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে একমাত্র রত্নেশ বটব্যাল এখনো পর্যন্ত কর্মরত। সম্মানার্থে তাকেও এদিন পতাকা উত্তোলনের জন্য ডাকা হল। এছাড়াও প্রফেসর মিত্র বলেন, কয়েকদিন আগেই আর জি কর মেডিকেল কলেজে যে দুঃখজনক এবং ঘৃণ্য একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার আমরা নাগরিক হিসেবে প্রতিবাদ জানাচ্ছি ও তীব্র নিন্দা করছি। কিন্তু দু'একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে পরিমাপ করা উচিত নয়। বিশেষত ইউআইটি ক্যাম্পাসে আমরা সমস্ত শিক্ষক-অশিক্ষক কর্মী মিলে ছাত্র-ছাত্রীদের সুখ স্বাচ্ছন্দ এবং ছাত্রীদের সুরক্ষা বিষয়ে প্রাধান্য দিয়ে থাকি। তাই নারী শক্তির ধারক ও বাহক এবং আগামী দিনের মাতৃমূর্তি ছাত্রীদের ভেতর থেকে একজন ছাত্রী তাসনিম আলম-কে ডেকে তাকে দিয়েও পতাকা তোলানো হলো। এবং এর মধ্যে দিয়ে সবার কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেওয়া হল। স্বাগত ভাষণের শেষে প্রফেসর মিত্র স্বামী বিবেকানন্দের "স্বদেশমন্ত্র" থেকে একটি ছোট অংশ পাঠ করেন এবং সমস্ত ছাত্র-ছাত্রীকে আহ্বান জানান ভারতবর্ষের যোগ্য নাগরিক হয়ে ওঠার জন্য।

পূর্ব বর্ধমান জেলা টিএমসিপি-র সভাপতি স্বরাজ ঘোষ বলেন পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা তৃণমূলের জমানায় স্বাধীন ও আত্মনির্ভরশীল এবং তাদের সেই স্বাধীনতা দু'একটি বিচ্ছিন্ন ঘটনায় কখনোই খর্ব হয় না। আর জি কর হাসপাতালে যা ঘটেছে আমরা সবাই তার তীব্র নিন্দা করছি, দলের তরফ থেকে বলা হয়েছে এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু এই ঘটনা নিয়ে যেভাবে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে তা কখনোই মেনে নেওয়া যায় না। ইউআইটি কলেজে আমি বেশ কিছু বছর আসছি এবং দেখেছি এখানকার অধ্যক্ষ কলেজের ছাত্র-ছাত্রীদের বিষয়ে যথেষ্ট সচেতন। তাছাড়াও এখানকার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনও ছাত্র-ছাত্রীদের সুখ দুঃখ নিয়ে খুবই তৎপর। তাই আমি এখানকার সমস্ত ছাত্রীদের কাছে আবেদন করছি আপনারা নির্ভয়ে পড়াশুনো করুন, আপনাদের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না এবং আপনারা খোলা মনে নিশ্চিন্তে থাকুন।

এই পতাকা উত্তোলন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল ইউ আই টি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।