Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Cultural Competition তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে ২৫ আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা



 

Cultural Competition 


তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে ২৫ আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা 



Follow সংবাদ প্রভাতী facebook page 
https://www.facebook.com/share/v/vibU42Tg3QA4iLCb/?mibextid=oFDknk


Sangbad Prabhati, 17 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আগামী ২৫ আগস্ট সারাদিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে আজ বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে সংস্থার কর্মকর্তারা এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। উপস্থিত ছিলেন তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সম্পাদক উৎপল কুমার দত্ত, সাংস্কৃতিক সম্পাদক সুপর্ণা সেনগুপ্ত সিংহ সহ মৌসুমী মুখার্জী ও সুস্মিতা শীল। 

উদ্যোক্তাদের তরফে সাংস্কৃতিক সম্পাদক সুপর্ণা সিংহ জানান, বসে আঁকো একক নৃত্য, সৃজনশীল নৃত্য, দেশাত্মবোধক নৃত্য, আবৃত্তি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লোকগীতি ও আধুনিক গান ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হবে প্রতিটি বিষয়ের উপর তিনটি করে বিভাগ রাখা হয়েছে। সৃজনশীল নৃত্যের মধ্যে রয়েছে ভারতনাট্যম, কত্থক, ওডিসি ও লোকনৃত্য। এছাড়া রুচিসম্মত যে কোন সৃজনশীল নৃত্যে অংশগ্রহণ করা যাবে। এছাড়া ১ সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয় - 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ই মানুষের সৃজনশীলতা সহ কাজ কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট'। ২৫ আগস্ট রবিবার সারাদিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 সংস্থার সম্পাদক উৎপল কুমার দত্ত জানান, গত বছর ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এ বছরও তাদের আশা অংশগ্রহণ ভালই হবে। তবে ওই সময়ে ইংরেজি মাধ্যম স্কুলগুলির পরীক্ষা থাকায় কিছুটা সমস্যা হলেও হতে পারে। তিনি আরো জানান, আগামী একুশে আগস্ট পর্যন্ত প্রতিযোগিতায় নাম জমা নেওয়া হবে। ২৫শে আগস্ট প্রতিযোগিতা হওয়ার পর আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।