পূর্বস্থলী উত্তরে তৃণমূলের রক্তদান শিবির ঘিরে মানুষের বিপুল উৎসাহ
Sangbad Prabhati, 9 August 2024
সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : ভারত ছাড়ো আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই শিবির ঘিরে এলাকার মানুষের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।
এই উপলক্ষে সকাল সাড়ে আটটা নাগাদ একটি পদযাত্রার আয়োজন করা হয়। রক্তদানের বার্তা দিতে পারুলিয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে এসে এই পদযাত্রা শেষ হয়। উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিশংকর ব্যানার্জী, কালেখাতলা ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পিতা রাজবংশী, কালেখাতলা ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালিপদ মন্ডল, সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পদযাত্রা শেষে আয়োজিত হয় রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংবর্ধিত করা হয়।