Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্বস্থলী উত্তরে তৃণমূলের রক্তদান শিবির ঘিরে মানুষের বিপুল উৎসাহ


 

পূর্বস্থলী উত্তরে তৃণমূলের রক্তদান শিবির ঘিরে মানুষের বিপুল উৎসাহ 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 9 August 2024

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : ভারত ছাড়ো আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই শিবির ঘিরে এলাকার মানুষের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। 

এই উপলক্ষে সকাল সাড়ে আটটা নাগাদ একটি পদযাত্রার আয়োজন করা হয়। রক্তদানের বার্তা দিতে পারুলিয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে এসে এই পদযাত্রা শেষ হয়। উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিশংকর ব্যানার্জী, কালেখাতলা ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পিতা রাজবংশী, কালেখাতলা ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালিপদ মন্ডল, সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

পদযাত্রা শেষে আয়োজিত হয় রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংবর্ধিত করা হয়।