বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে বিজেপি
Sangbad Prabhati, 9 August 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গত কয়েকদিন আগের বর্ষণে জামালপুরের ডাঙা ফরিদপুর এবং কানুসায় কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সেই পরিবার গুলোর পাশে দাঁড়িয়ে তাদের হাতে কর্মীরা খাদ্য সামগ্রী তুলে দিল জামালপুর বিজেপির এক নম্বর মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে। ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী শ্রাবন্তী মজুমদার, গত বিধানসভার জামালপুরের বিজেপির প্রার্থী বলরাম ব্যাপারী সহ অন্যান্যরা।
তাঁরা সেখানে মানুষের হাতে চাল, ডাল, সয়াবিন, তেল, নুন এই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেন। প্রসঙ্গত সেখানে বর্ষণের সময় সরকারী ভাবে বিডিও পার্থ সারথী দে,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক,পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান তাঁদের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। এদিন সেই এলাকারই মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিল বিজেপি।