বিজেপির বনধ ব্যর্থ করতে তৃণমূলের মিছিল
Sangbad Prabhati, 27 August 2024
অতনু হাজরা, জামালপুর : বিজেপির ডাকা বনধ ব্যর্থ করতে জামালপুরে ব্লক সভাপতি মেহেমুদ খানের নির্দেশে প্রতিটি অঞ্চলে অঞ্চলে বনধের বিরোধী মিছিল করে তৃণমূল কংগ্রেস। জামালপুরে ব্লক পার্টি অফিস থেকে একটি মিছিল করা হয়। মিছিলটি জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। মিছিল থেকে বিজেপির এই কর্মনাশা, সর্বনাশা বনধের বিরোধিতা করা হয়। জনসাধারণের উদ্দেশ্যে বনধ ব্যর্থ করে সব সচল রাখার আবেদন রাখা হয়।
মেহেমুদ খান বলেন, বিজেপির এই বাংলার সংস্কৃতি বিরোধী সর্বনাশা বনধ ব্যর্থ হবে। আর জি কর কাণ্ড নিয়ে তাঁরা নোংরা রাজনীতি করছে। তাঁরা প্রকৃত দোষীর শাস্তি চায় না । তাঁরা এখন রাজনীতি করতে ব্যস্ত। এই নোংরা রাজনীতি তাঁরা করতে দেবেন না। আর জি করে যা ঘটেছে সেটা টা অত্যন্ত নিন্দনীয়। স্বয়ং মুখ্যমন্ত্রী ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দোষীর ফাঁসির সাজা চেয়েছেন। তাঁরাও চান সিবিআই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সাজা দিক। কিন্তু বিজেপি নিজেদের রাজনৈতিক ভিত তৈরি করতে চাইছে এই ঘটনাকে সামনে রেখে। নবান্ন অভিযানে ছাত্রদের নাম করে কি তাণ্ডব চালালো তাঁরা। জনগণ সব দেখছে ও বুঝছে। তিনি এলাকার সকল ব্যবসাদারদের তাঁদের দোকান খুলে রাখার, বাস ট্রেকার, অটো, টোটো সকলকে কাল সচল রাখার আহ্বান করেন। কারোর কোনো সমস্যায় তাঁরা পাশে থাকবেন বলে তিনি জানান।
অন্যদিকে বিজেপির ডাকে ১২ ঘন্টা বাংলা বন্ধ সম্পূর্ণরূপে ব্যর্থ করতে মন্ত্রী স্বপন দেবনাথ নসরতপুর অঞ্চলের তৃণমূল কার্যালয়ে সকল জনপ্রতিনিধি এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, বিরোধীরা বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। প্রতিবাদের নামে অরাজকতা সৃষ্টি করছে। তিনি আরো বলেন অনেকেই বলছে লক্ষীর ভান্ডার নেব না, দুর্গা পুজোর অনুদান নেবে না, মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাতে বলেন তিনি। বিরোধীদের এই চক্রান্ত যাতে সফল না হয় তাই ২৮ আগস্ট বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধ সম্পূর্ণরূপে ব্যর্থ করার কথা বলেন।
তিনি সকল ব্যবসায়ীদের, বাস ইউনিয়ন গুলিকে অনুরোধ করেন দোকানপাট খোলা রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ করেন। সেই সঙ্গে সাধারণ মানুষকেও এই বন্ধ ব্যর্থ করার অনুরোধ জানান। সাথে সাথেই সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় কর্মী সমর্থকদের বাংলাকে সচল রাখতে এবং জনজীবনে যাতে বন্ধের প্রভাব না পড়ে সকলকে সেদিকে নজর দিতে নির্দেশ দেন। রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ যাতে কোন রকম সমস্যায় না পড়ে দলীয় কর্মী সমর্থকদের সেদিকে নজর দিতে বলেন।