আর জি কর হাসপাতালে নৃশংস কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ
Sangbad Prabhati, 17 August 2024
অতনু হাজরা, জামালপুর : আর জি কর হাসপাতালে যে নৃশংস কাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে এবার প্রতিবাদে নামলো তৃণমূল কংগ্রেস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবিতে কলকাতায় রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। আজ সারা রাজ্যের সমস্ত ব্লকে ওই নৃশংস কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ অবস্থান বিক্ষোভে সামিল হলো তৃণমূল কংগ্রেস। এই রকম পরিস্থিতিতে সিপিএম ও বিজেপি রাজ্যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। জামালপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন পার্টি অফিসের সামনে মঞ্চ করে চলে অবস্থান বিক্ষোভ।
সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতিরা, প্রধান, উপ প্রধান সকলেই। মঞ্চ থেকে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা, ফাঁসির ব্যবস্থা করতে হবে। তারই সাথে বিজেপি ও সিপিএম এদের নোংরা রাজনীতির তীব্র প্রতিবাদ করা হয়। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অতি নিন্দনীয় যা কোনো মতেই মেনে নেওয়া যায় না।
এর তাঁরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাই দলনেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সিবিআই এর হাতে তদন্ত ভার তুলে দিয়েছেন এবং দোষীদের চরম শাস্তির ব্যবস্থা করার কথা বলেছেন। মুখ খুলেছেন তাঁদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও। তিনিও দোষীদের চরম শাস্তি হিসাবে ফাঁসি দেওয়ার কথা বলেছেন। কিন্তু এরকম পরিস্থিতিতে নোংরা রাজনীতি করতে নেমেছে বিজেপি ও সিপিএম। তারা রাজ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাইছে যেটা তাঁরা কোনমতেই মেনে নেবেন না। তিনি আর জি করের ঘটনা কে নৃশংস বলে মেনে নিয়েও বলেন সারা দেশ জুড়ে ঘটে যাওয়া এরকম ঘটনায় কোথায় ছিল এই সিপিএম ও বিজেপি? মণিপুরের ঘটনা হাতরাসের ঘটনার সময় তারা কি ঘুমিয়ে ছিল ?
বিধায়ক অলক কুমার মাঝি বলেন, আর জি করের যে ঘটনা ঘটেছে সেটা কোনমতেই মেনে নেওয়া যায়না। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই এবিষয়ে বলেছেন। রাজ্য সরকার সিবিআই কে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার পরেও ঘোলা জলে মাছ ধরতে নেমেছে রাজ্যের বিরোধী দুই দল সিপিএম ও বিজেপি। বাংলার বাইরে যখন এরকম ঘটনা ঘটে তখন তাঁদের ভূমিকা কি? মণিপুরের অতবড় ঘটনায় কি ভূমিকা ছিল তাদের? বাংলার মানুষ সব জানেন। সঠিক সময়ে মানুষই এর জবাব দেবে। অবস্থান বিক্ষোভ মঞ্চে প্রচুর কর্মী সমর্থকেরা ভিড় জমান।