বনধের সমর্থনে পথে বিজেপি
Sangbad Prabhati, 28 August 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নবান্ন অভিযানের পর পরই আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে বিজেপি। আর সেই বন্ধের সমর্থনে প্রচারে নামলেন জামালপুর ১ মন্ডলের মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। ব্লকের বিভিন্ন জায়গায় মাইক নিয়ে বনধ সফল করার জন্য মানুষের কাছে আবেদন রাখেন। তিনি বলেন সকলের স্বতস্ফূর্ত ভাবে এই বনধ পালন করা উচিত। কারণ এই বনধ মা বোনদের সম্মান রক্ষার বনধ, বিবেকের বনধ, প্রতিবাদের বনধ। আর জি করে যা ঘটেছে তার প্রতিবাদেই এই বনধ। তিনি সকল ব্যবসদারদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে আবেদন করেন। এছাড়াও পরিবহন ব্যবস্থাও যাতে বন্ধ থাকে তার জন্যও বলেন। যদিও এই বন্ধের বিরোধিতায় দলের নির্দেশে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস।