Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কেরিয়ার বিষয়ক সেমিনার


 

কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কেরিয়ার বিষয়ক সেমিনার






Sangbad Prabhati, 29 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত হয় একটি সেমিনার। "উচ্চ মাধ্যমিকের পর পড়ুয়াদের কেরিয়ার - বিষয়ক এই সেমিনারে অংশগ্রহণ করে বর্ধমান বিদ্যালয় গুচ্ছের আটটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পাঠরত পড়ুয়ারা। 

কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার জানান, উচ্চ মাধ্যমিকের পর ছাত্র ছাত্রীদের পেশা নির্বাচনের জন্য বিভিন্ন বিষয় বাছাই করতে হবে। ছাত্র ছাত্রীদের এই বিষয়গুলো অবহিত করতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় গুচ্ছের আটটি স্কুলের দুশো জন উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই সেমিনারে অংশগ্রহণ করেন। বিভিন্ন পেশাগত দিকের উপর আলোকপাত করেন পূর্ব বর্ধমানের ডিইও ডঃ পৌষালী চক্রবর্তী। এছাড়াও বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার পর কি কি সুযোগ রয়েছে সে সম্পর্কে বলেন, বর্ধমান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার সায়েন্স এর অধ্যাপিকা ডঃ আত্রেয়ী রায়, ডঃ অনিন্দ্য পাঁজা, ডঃ শ্রীময়ী হাজরা চৌধুরী।

এদিন রায়ান উচ্চ বিদ্যালয়, বর্ধমান আদর্শ বিদ্যালয়, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, দুবরাজদিঘী উচ্চ বিদ্যালয়, নিবেদিতা কন্যা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, বর্ধমান সি এম এস (প্রাতঃ) এবং বর্ধমান হাই মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা অংশ নিয়েছিল।