Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ


 

দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 20 August 2024

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। সংস্কারের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হলেন। নবদ্বীপ পঞ্চায়েত সমিতির মাজদিয়া-পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাজদিয়া এলাকার ঘটনা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত দীর্ঘ সময় পথ অবরোধে সামিল হন মাজদিয়া-পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাজদিয়া এলাকার বাসিন্দারা।

 অবরোধকারীদের দাবি স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনকে, রাস্তা বেহালের বিষয়টি জানানো হলেও কোনরকম ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফলে একপ্রকার নিরুপায় হয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হন গ্রামের মানুষজন। 

অবরোধের সামিল হওয়া নবদ্বীপ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন মন্ডল জানান, ২০০৪ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তাটি তৈরি হওয়ার কয়েক বছর পর থেকে ক্রমশ বেহাল হতে শুরু করে, এ ব্যাপারে বারংবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি, তাই একপ্রকার বাধ্য হয়েই রাস্তা অবরোধে সামিল হন গ্রামবাসীরা।